TRENDING:

দেশে দ্বিগুন হচ্ছে ভেন্টিলেটরের সংখ্যা, সৌজন্যে PM CARES ফান্ড

Last Updated:

দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করার পরই মার্চ মাসের শেষ দিকে PM CARES ফান্ড তৈরি করে কেন্দ্রীয় সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গত ৭০ বছরে দেশে মোট ৪৭ হাজার ভেন্টিলেটরের ব্যবস্থা করা সম্ভব হয়েছিল৷ তাও সরকারি এবং বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই সংখ্যক ভেন্টিলেটর ছিল ১৩০ কোটির জনসংখ্যার দেশে৷
advertisement

কিন্তু করোনা অতিমারি অনেক হিসেবই ওলটপালট করে দিচ্ছে৷ স্বাধীনতার পর ৭০ বছরের বেশি সময়ে যেখানে মোট ৪৭ হাজার ভেন্টিলেটরের বন্দোবস্ত করা গিয়েছিল, সেখানে আগামী কয়েকদিনের মধ্যেই দেশে আরও ৫০ হাজার ভেন্টিলেটর কিনছে সরকার৷ সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির PM CARES তহবিল৷

দেশে করোনা সংক্রমণ বাড়তে শুরু করার পরই মার্চ মাসের শেষ দিকে PM CARES ফান্ড তৈরি করে কেন্দ্রীয় সরকার৷ একাধিকবার এই তহবিলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ কেন্দ্রীয় সরকার অবশ্য সম্প্রতি জানায়, পরিযায়ী শ্রমিকদের উন্নয়নের পাশাপাশি এই বিশেষ তহবিলের পাওয়া টাকা থেকে ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হবে৷ যার জন্য বরাদ্দ করা হয়েছে ২ হাজার কোটি টাকা৷ এই ভেন্টিলেটরগুলি ভারতেই তৈরি করা হবে৷

advertisement

সেন্টার ফর ডিজিজ ডাইনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসি (CDDEP) এবং প্রিন্সটন ইউনিভার্সিটির করা একটি সমীক্ষায় উঠে এসেছে, ২০ এপ্রিল, ২০২০ পর্যন্ত দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ছিল ৪৭,৪৮১৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর অর্থ পিএম কেয়ার্স ফান্ড থেকে বরাদ্দ করা অর্থে আরও ৫০ হাজার ভেন্টিলেটর কিনতে পারলে দেশে মোট ভেন্টিলেটরের সংখ্যা ১ লক্ষের কাছাকাছি পৌঁছে যাবে৷ বিশেষজ্ঞরা বলছেন, ভারতের করোনা সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায় পৌঁছয়নি৷ ফলে আগামী দিনে করোনা আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজনিয়তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ফলে ভেন্টিলেটরের সংখ্যা একধাক্কায় দ্বিগুন হলে দেশে করোনা চিকিৎসার পরিকাঠামোও অনেকটা শক্তিশালী হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশে দ্বিগুন হচ্ছে ভেন্টিলেটরের সংখ্যা, সৌজন্যে PM CARES ফান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল