শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক গাইডলাইন প্রকাশের পরেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মেট্রো চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মেট্রো চালানো হবে, এমনটাই জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। যাত্রীদের সুরক্ষা এবং ট্রেনের সংখ্যা নিয়ে আলোচনা হওয়ার পরেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
তবে মেট্রো চালানো হলেও ব্যবহার করা যাবে না টোকেন। শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করেই সফর করতে পারবেন যাত্রীরা।। টোকেন ব্যবহার করলে থেকে যেতে পারে সংক্রমণের সম্ভাবনা। এমন সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ। সূত্রের খবর, একই নিয়ম কার্যকর হবে কলকাতা মেট্রোতেও। অনলাইনে রিচার্জ করা যাবে স্মার্ট কার্ড। মেট্রোয় সফর করতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। মেনে চলতে হবে সামাজিক দূরত্বও।
advertisement
এ দিকে, স্যানিটাইজার ব্যবহার করার পরেই মিলবে প্রবেশের অনুমতি। স্টেশনে ঢোকার আগে থাকবে স্যানিটাইজারের ব্যবস্থা। সূত্রের খবর, ইতিমধ্যেই মেট্রোর ৩০টি স্টেশনে স্যানেটাইজারের ব্যবস্থা করা হয়েছে। কলকাতাতেও একই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কলকাতা মেট্রো চলাচল কীভাবে হবে তা ঠিক করতে সোমবার রেল ও রাজ্যের মধ্যে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, কলকাতা মেট্রো দেশের মধ্যে একমাত্র যা রেল মন্ত্রকের। দেশের বাকি জায়গায় মেট্রো কেন্দ্রীয় আবাসন ও নগরায়ন বিভাগের। তারাও এখনও গাইডলাইন প্রকাশ করেনি।