ফারুখ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক দায়িত্বশীল নাগরিকের মতো এই ট্যুইট করে সকলকে সচেতন করে দেন পুত্র ওমর৷
এদিকে জম্মু ও কাশ্মীরে সোমবার নতুন করে ২৩৫জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৩০২২৮জন৷ যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও মৃত্যু ঘটেনি৷ নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮জন পর্যটক৷ ৫১জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন আক্রান্ত হয়েছেন কাশ্মীরে৷ শ্রীনগরে ৯৯জন নতুন করে করোনা আক্রান্ত যার মধ্যে ৪০জন পর্যটক৷ ৩৫জন বারামুল্লা জেলা ও ১৯ জন জম্মু জেলায় আক্রান্ত হয়েছেন৷ গত সপ্তাহে ধীরেধীরে হলেও সংক্রমণ বাড়ছে এই উপত্যকা রাজ্যে৷ জম্মু ও কাশ্মীরে মোট ২১১০ নতুন আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত মোট ১২৬১২৯ জন সুস্থ হয়ে উঠেছেন৷ মোট মৃতের সংখ্যা ১৯৮৯৷
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নতুন করে আক্রান্ত খবর পাওয়া যাচ্ছে৷ বিশেষ করে মহারাষ্ট্রে অবস্থা খুবই খারাপ৷ করোনা যাতে ফের ছড়িয়ে না পড়ে, তার জন্য নতুন করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে৷