মোদি বলেন যে দেশের সকলে এখন ঘরে আটকে৷ বাড়ি থেকে না বাইরে আসতে পেরে সকলেই বিরক্ত৷ অনেকে হয়ত এই সিদ্ধান্তের জন্য তার উপর রেগেও রয়েছেন, বলেন মোদি৷ এবং সেই জন্য সবার কাছে মন কী বাতে দুঃখপ্রকাশ করেন তিনি৷ সাধারণ জীবনে এই অসুবিধার জন্য তিনি ক্ষমা চেয়ে নেন৷ কারণ তিনি চান যে দেশ এই করোনার সঙ্গে লড়াইয়ে জিতুক৷ সকলে মিলে এই মারণ ভাইরাসের মোকাবিলা করার কথা বলেন প্রধানমন্ত্রী৷
advertisement
মোদি জানিয়েছেন যে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ৷ তাই সকলকে বাড়িতে থাকতে অনুরোধ জানিয়েছেন তিনি৷ যারা নিয়ম ভাঙছেন তারা আসলে জীবন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেন মোদি৷ দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়ছেন৷ তাদের থেকে অনুপ্ররণা নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ রোগমুক্তিই সবচেয়ে বড় ভাগ্য মানছেন তিনি৷ এই প্রসঙ্গে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ২জনের কথা বলেন তিনি, আলোচনা করেন কয়েকজন চিকিৎসকের কথাও৷