দিনভর দেশব্যাপী করোনা টিকাকরণের পর সোমবার সন্ধ্যায় মোদি (PM Narendra Modi) ট্যুইটার বার্তায় লেখেন, ‘আজ রেকর্ড সংখ্যক টিকাকরণের বিষয়টি অত্যন্ত আনন্দের। করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিকা সবথেকে শক্তিশালী অস্ত্র। যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের অভিনন্দন। এত সংখ্যক নাগরিককে টিকা (Covid-19 Vaccine) দিতে কঠোর পরিশ্রম করার জন্য সকল প্রথমসারির যোদ্ধাকে ধন্যবাদ। দারুণ ভালো কাজ করেছে ভারত।’
advertisement
সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রের (করোনা টিকা সংক্রান্ত ড্যাশবোর্ড- dashboard.cowin.gov.in) পরিসংখ্যান অনুযায়ী, সোমবার রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ৮০,৯৬,৪১৭ মানুষকে করোনা টিকার ডোজ প্রদান করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ২৮,৩৩,১৩,৯৪২ করোনা টিকার ডোজ। প্রথম ডোজ পেয়েছেন ২৩,২৭,৪৪,৮১৩ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫,০৫,৬৯,১২৯ জনকে। শেষবার ভারতের একদিনের টিকাকরণ সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছিল গত ২ এপ্রিল। সেইদিন ৪২,৬৫,১৫৭ টি কোভিড ডোজ দেওয়া হয়েছিল।
তবে পশ্চিমবঙ্গে এখনও এই কর্মসূচি শুরু করা যায়নি। এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে টিকার যোগান যথেষ্ট নেই বলেই জানানো হয়েছে। আগামীদিনে কত টিকা পাওয়া যাবে, তার ভিত্তিতেই সকল ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরু করা হবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, 'রাজ্যের হাতে এখন করোনার টিকা ১৪ লাখ ডোজ আছে। সেই পরিমাণ টিকা দিয়ে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ সম্ভব নয়। টিকার সরবরাহ বাড়লে তবেই এই বিষয়ে পদক্ষেপ নিতে পারবে সরকার। সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় লাগবে।' সঙ্গে তিনি যোগ করেন, 'প্রয়োজনের ভিত্তিতে টিকাকরণ চালিয়ে যাব আমরা। যদি এখনই সকল প্রাপ্তবয়স্কের টিকাকরণ শুরু করি, তাহলে প্রয়োজন অনুযায়ী টিকা মিলবে না।'
