TRENDING:

Narendra Modi : 'ওয়েল ডান ইন্ডিয়া'! 'রেকর্ড সংখ্যক' টিকাকরণে বললেন মোদি! স্বাস্থ্যকর্মীদের জানালেন অভিনন্দন...

Last Updated:

টিকাকরণের (Covid-19 Vaccination) শুরুর প্রথমদিনই সব রেকর্ড ভেঙে গিয়েছে। এমনই দাবি করে যাঁরা আজ টিকা নিয়েছেন সে সমস্ত নাগরিকদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

দিনভর দেশব্যাপী করোনা টিকাকরণের পর সোমবার সন্ধ্যায় মোদি (PM Narendra Modi) ট্যুইটার বার্তায় লেখেন, ‘আজ রেকর্ড সংখ্যক টিকাকরণের বিষয়টি অত্যন্ত আনন্দের। করোনাভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ের জন্য টিকা সবথেকে শক্তিশালী অস্ত্র। যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের অভিনন্দন। এত সংখ্যক নাগরিককে টিকা (Covid-19 Vaccine) দিতে কঠোর পরিশ্রম করার জন্য সকল প্রথমসারির যোদ্ধাকে ধন্যবাদ। দারুণ ভালো কাজ করেছে ভারত।’

advertisement

advertisement

সোমবার থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রের (করোনা টিকা সংক্রান্ত ড্যাশবোর্ড- dashboard.cowin.gov.in) পরিসংখ্যান অনুযায়ী, সোমবার রাত ৮ টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ৮০,৯৬,৪১৭ মানুষকে করোনা টিকার ডোজ প্রদান করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে মোট ২৮,৩৩,১৩,৯৪২ করোনা টিকার ডোজ। প্রথম ডোজ পেয়েছেন ২৩,২৭,৪৪,৮১৩ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫,০৫,৬৯,১২৯ জনকে। শেষবার ভারতের একদিনের টিকাকরণ সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছিল গত ২ এপ্রিল। সেইদিন ৪২,৬৫,১৫৭ টি কোভিড ডোজ দেওয়া হয়েছিল।

advertisement

তবে পশ্চিমবঙ্গে এখনও এই কর্মসূচি শুরু করা যায়নি। এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে টিকার যোগান যথেষ্ট নেই বলেই জানানো হয়েছে। আগামীদিনে কত টিকা পাওয়া যাবে, তার ভিত্তিতেই সকল ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে টিকাকরণ শুরু করা হবে বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, 'রাজ্যের হাতে এখন করোনার টিকা ১৪ লাখ ডোজ আছে। সেই পরিমাণ টিকা দিয়ে ১৮ বছরের ঊর্ধ্বে টিকাকরণ সম্ভব নয়। টিকার সরবরাহ বাড়লে তবেই এই বিষয়ে পদক্ষেপ নিতে পারবে সরকার। সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় লাগবে।' সঙ্গে তিনি যোগ করেন, 'প্রয়োজনের ভিত্তিতে টিকাকরণ চালিয়ে যাব আমরা। যদি এখনই সকল প্রাপ্তবয়স্কের টিকাকরণ শুরু করি, তাহলে প্রয়োজন অনুযায়ী টিকা মিলবে না।'

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Narendra Modi : 'ওয়েল ডান ইন্ডিয়া'! 'রেকর্ড সংখ্যক' টিকাকরণে বললেন মোদি! স্বাস্থ্যকর্মীদের জানালেন অভিনন্দন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল