TRENDING:

Uber Driver Vaccine: চালকদের টিকাকরণে জোর, করোনা লড়াইয়ে একাধিক ব্যবস্থা নিচ্ছে উবর

Last Updated:

গত কয়েক সপ্তাহ ধরে টিকাকরণের উপকারিতা বোঝানোর চেষ্টা হচ্ছে উবের চালকদের (Uber Driver) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রায় ৩৭হাজার উবের চালকের টিকাকরণ (Uber Driver Vaccination) হল ২৪ জুন অর্থাৎ বৃহস্পতিবার৷ সংস্থার পক্ষ থেকে ১৮.৫ কোটি ধার্য করা হয়েছে কোভিড মোকাবিলায় (Uber India) ভ্যাকসিনের জন্য৷ উবের গাড়ি, অটো বা মোটোর চালকদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সংস্থা৷ খুব সহজেই এই অ্যাপে (App Cab Uber) নিজেদের টিকাকরণের শংসাপত্র আপলোড করতে হবে৷ প্রযুক্তি এবং তথ্য যাচাই করে এই সার্টিফিকেটটি মেনে নেবে অ্যাপ ক্যাব সংস্থা৷ এর জন্য চালকদের প্রতি বার ৪০০ টাকা করে দেওয়া হবে৷ মূলত যে সময়টা এই টিকাকরণের জন্য যাবে, সেই সময় গাড়িতে সাওয়ারি চড়িয়ে যে টাকা আয় করতে পারতেন চালকরা, সেই টাকা হিসেব করে চালকদের দেওয়া হচ্ছে৷ অর্থাৎ কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে (Uber fights COVID19)৷ কারণ আপাতত চালকদের সুরক্ষা এবং তাঁদের কোভিড টিকাকরণে উদ্বুদ্ধ করতে এই পদক্ষেপ নিচ্ছে অ্যাপ ক্যাব সংস্থা উবের৷
advertisement

গত কয়েক সপ্তাহ ধরে টিকাকরণের উপকারিতা বোঝানোর চেষ্টা হচ্ছে উবের চালকদের (Uber Driver) ৷ এই নিয়ে বিভিন্ন ভিডিও, চিকিৎসকদের সঙ্গে অনলাইনে আলোচনায় জোর দিচ্ছিল উবের৷ এছাড়াও রাজ্য সরকারগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে চিকিৎসকদের জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থাও করছে উবের৷ বেঙ্গালুরু, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, লখনউ, কানপুর, আগ্রা, বরেলি, ভোপাল এবং ভুবনেশ্বরে এই ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়াও অন্যান্য রাজ্যে চালকদের বিনামূল্যে টিকাকরণের উপর জোর দিচ্ছে উবের৷

advertisement

উবের ইন্ডিয়া সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজিত সিং (Prabhjeet Singh, President, Uber India South Asia,)জানিয়েছেন যে, দেশে করোনার সঙ্গে লড়তে গণ টিকাকরণই সেরা উপায়৷ আমরা সমাজের প্রতি দায়বদ্ধ৷ ফলে চালক ও যাত্রী দু’পক্ষের নিরাপত্তার কথাই আমরা চিন্তা করি৷ দু’পক্ষের টিকাকরণই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সুরক্ষিত যাত্রার জন্য৷ তাই আমরা চেষ্টা করছি চালকদের টিকার ব্যবস্থা করতে৷ এখনও পর্যন্ত যেভাবে আমরা সাড়া পেয়েছি, তাতে আমরা খুশি৷ এভাবে টিকাকরণ হলে, দ্রুত স্বাভাবিক উবের যাত্রা শুরু করা যাবে৷

advertisement

তবে শুধু টিকা নয়, করোনা আক্রান্ত চালকদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে উবের৷ করোনা রোগীদর জন্য যে ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় কিছুটা অর্থ সাহায্য করবে সংস্থা৷ যদি কোনও চালক করোনায় প্রাণ হারান, তাহলে তার পরিবারকে এককালীন ৭৫ হাজার টাকা তুলে দেওয়া হবে৷

৩ বছর ধরে অ্যাপ ক্যাব সংস্থা উবেরের সঙ্গে যুক্ত চালক গিরিরাজ গিরি দুটো ডোজের ভ্যাকসিন নিয়ে নিয়েছেন৷ এর জন্য তিনি ৮০০ টাকাও পেয়েছেন সংস্থার থেকে৷ তিনি জানাচ্ছেন যে, এখন তিনি গাড়ি নিয়ে বেরতে বেশি মনের জোর পাচ্ছেন৷ তাঁর বিশ্বাস এভাবে টিকাকরণের ফলে পরিস্থিতি কিছুটা উন্নত হলে আয় বাড়বে তাদের৷

advertisement

করোনার বিরুদ্ধে লড়তে এগিয়ে এসেছে উবের৷ টিকা নিতে যাওয়ার জন্য মার্চ মাসে ১০ কোটি টাকা ফ্রি রাইড দেওয়া হয়েছে এই অ্যাপ ক্যাবের পক্ষ থেকে৷ এর ফলে একেবারে বিনামূল্যে উবেরের ক্যাব চড়ে বাড়ির কাছাকাছি ভ্যাকসিন নিতে যাওয়ার সুবিধা পেয়েছেন অনেকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

সাধারণর জীবনের যাত্রা সুনিশ্চিত করতে, এক ক্লিকে খুব সহজেই গন্তব্য পৌঁছে দিতে নিজেদের যাত্রা শুরু করে অ্যাপ ক্যাব সংস্থা উবের৷ এরপর একে একে তাদের হাত ধরে এসেছে চট জলদি ফুড ডেলিভারির সুবিধা৷ এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছে উবের৷ সাধারণ মানুষের সাহায্যে সবসসময় তাদের পাশে থাকছে এই অ্যাপ ক্যাব সংস্থা৷ করোনার সময়ও তার অন্যথা হল না৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Uber Driver Vaccine: চালকদের টিকাকরণে জোর, করোনা লড়াইয়ে একাধিক ব্যবস্থা নিচ্ছে উবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল