শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি আসন সেই মতো টিকিট বিক্রি করতে হবে ৷ একইসঙ্গে মেট্রো আসনগুলিকে ভালভাবে স্যানিটাইজ করতে হবে ৷ এই পদ্ধতি মানলে মেট্রো চালানো সম্ভব হবে ৷
কলকাতা মেট্রো চলার ব্যাপারে কেন্দ্র-রাজ্য একমত হলেই খুলে যাবে মেট্রো রেল ৷ প্রতি স্টেশনে যাত্রীদের ঢোকা বেরনোর ব্যবস্থা থেকে শুরু করে প্রতি স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণ-ব্যবস্থা কী হতে পারে, স্টেশনে কিভাবে হবে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা কত তাড়াতাড়ি যাত্রীরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়তে পারবেন -সেই পরিকল্পনার কাজই শুরু হয়েছে ৷
advertisement
আনলকের শুরুতেই মেট্রো কর্মীদের নিয়ে স্টাফ স্পেশাল মেট্রো চলছে ৷ সাধারণ যাত্রী পরিষেবা শুরু হল টোকেনের বদলে স্মার্ট কার্ড ব্যবহারের ভাবনা রয়েছে মেট্রো কর্তৃপক্ষের ৷ একইসঙ্গে মেট্রো কামরার ভিতরে ও স্টেশনে সামাজিক দূরত্ব মেনে যাত্রীদের দাঁড়ানো ও বসার জায়গা নির্দিষ্ট করে দেওয়ার কাজ চলছে ৷