দেশে প্রত্যেক দফা লকডাউন ঘোষণার পরই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বার্তা পাঠান বিভিন্ন থানা ও ট্র্যাফিক গার্ডগুলিতে । সূত্রের খবর, চতুর্থ দফার লকডাউন ঘোষণার পরও সোমবার বার্তা পাঠিয়েছেন পুলিশ কমিশনার । সেই বার্তায় তিনি বাজারগুলিতে বাড়তি নজর রাখতে বলেছেন আধিকারিকদের । সেখানে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কিনা, মানুষ মাস্ক পরে বাজারে আসছে কিনা সেদিকেও নজর রাখতে বলা হয়েছে । মূলত স্পর্শকাতর এলাকার পাশে যে বাজার রয়েছে সেগুলিতেই বিশেষ নজর রাখতে বলেছেন পুলিশ কমিশনার । আর যা থেকে স্পষ্ট কলকাতার বাজারই এখন পুলিশের কাছে সব থেকে বড় চিন্তার কারণ ।
advertisement
সোমবার পাঠানো ওই বার্তায় পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, শহরের সর্বত্র যাতে লকডাউন বিধি ঠিকমতো মানা হয় তা নিশ্চিত করতে হবে । কেউ বিধি অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে । চতুর্থ দফার লকডাউনের আগে রাজ্য সরকার দোকানপাট ও অফিস খোলার ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় দিয়েছে । সেক্ষেত্রে পুলিশ কমিশনার বলেছেন, দোকান এবং অফিসগুলি সঠিক সময় বন্ধ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে পুলিশকর্মীদের । পাশাপাশি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে কিনা কিংবা কোথাও অযথা কোনও ভিড় বা জমায়েত হচ্ছে কিনা সেদিকেও নজর রাখতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার ।
SUJOY PAL