TRENDING:

'এ বছর বেতন বাড়াবেন না', বেসরকারি স্কুলগুলিকে আবেদন মমতার

Last Updated:

এ দিন নবান্নে মু্খ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও জুলাই মাসেও স্কুল খোলার সম্ভাবনা কম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্কুল বন্ধ প্রায় তিন মাস৷ অধিকাংশ ক্ষেত্রেই অনলাইনে কিছুটা পঠনপাঠনের ব্যবস্থা করেছে বেসরকারি স্কুলগুলি৷ কিন্তু তার মধ্যেই অনেক বেসরকারি স্কুল কর্তৃপক্ষই মাইনে বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন অভিভাবকরা৷ এই পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর জন্য অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী৷
advertisement

এ দিন নবান্নে মু্খ্যমন্ত্রী বলেন, রাজ্যের সমস্ত স্কুল ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও জুলাই মাসেও স্কুল খোলার সম্ভাবনা কম৷ যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে পড়ুয়াদের আরও বেশ কিছু দিন স্কুল থেকে দূর থাকতে হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন৷ এই প্রসঙ্গে বলতে গিয়েই রাজ্যের বেসরকারি স্কুলগুলির কথা তোলেন মুখ্যমন্ত্রী৷ বেসরকারি স্কুলগুলির উদ্দেশে তিনি অনুরোধ করেন, করোনার জেরে লকডাউনের ফলে মানুষের হাতে এখন টাকা নেই৷ এই পরিস্থিতিতে বেসরকারি স্কুল কর্তৃপক্ষ যাতে এ বছর স্কুলের বেতন না বাড়ান, সেই অনুরোধও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর এই আবেদনে বেসরকারি স্কুলগুলি সাড়া দেয় কি না, তা সময়ই বলবে৷ তবে মুখ্যমন্ত্রীর এই আবেদনে বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা যে অনেকটাই নিশ্চিন্ত হলেন, তা বলার অপেক্ষা রাখে না৷ কারণ বেসরকারি স্কুলগুলি যেরকম একতরফা ভাবে অন্যান্য বছরের মতো বর্তমান সংকটের পরিস্থিতিতেও স্কুলের মাইনে একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিয়েছিল, তাতে সমস্যায় পড়ছিলেন অনেকেই৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'এ বছর বেতন বাড়াবেন না', বেসরকারি স্কুলগুলিকে আবেদন মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল