TRENDING:

মন্ত্রপাঠ- ভজন এবার করোনা মুক্তির দাওয়াই মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের

Last Updated:

স্বাস্থ্যবর্ধক আয়ুর্বেদিক দাওয়াইয়ের পর এবার গান-মন্ত্র !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: করোনা ভাইরাসের থেকে রোগিদের মুক্তি দিতে মূল ধারার বাইরে বিভিন্ন বিকল্প পথের জন্য খোঁজ চলছে ৷ এরকমই এক দাওয়াই দিলেন মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ তাঁর প্রস্তাব যোগভ্যাস, মন্ত্রপাঠ গান দিয়ে সংক্রমণের মোকাবিলা করুন ৷ এর আগে রাজ্যের বিজেপি সরকার বলেছিল কাডা খেতে ৷ যা আসলে একটি ভেষজ পথ্য যেটার এক কোটি প্যাকেট বিতরণ করার দায়িত্ব নিয়েছে সরকার ৷ এরা কোভিড ১৯ -র বিরুদ্ধে লড়াই করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এমনটাই দাবি ৷
advertisement

ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, ‘অনেক কিছু ভালোবাসা দিয়ে সেরে যায়, কিন্তু এই কোভিড ১৯ -র মতো ক্ষেত্রে মায়ের স্পর্শও এতে কাজ করে না ৷ তবে ভারতের প্রাচীন প্রচলিত চিকিৎসা পদ্ধতি কাজ করতে পারে ৷ ’

ধর্মীয় নেতাদের তিনি অনুরোধ করেছেন এই মারণ ভাইরাস থেকে মুক্তির জন্য তাঁরা যেন নিজেদের অল্টারনেটিভ ট্রিটমেন্টের পদ্ধতির বিবরণ দেন ৷তিনি বলেছেন, ‘কেউ কেউ বিকল্প চিকিৎসা পদ্ধতি বলতে পারেন এতে মনে হয় মৃত্যুর হারও কমবে ৷ ’

advertisement

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইরত রোগিদের মনোবল বাড়াতে ভজন, শ্লোক ও গান গাইতে পরামর্শ দিয়েছেন মন্ত্রী ৷ এর আগে মুখ্যমন্ত্রী জীবন অমৃত যোজনা নামের একটি প্রকল্পও চালু করেন ৷ যাতে আয়ুর্বেদিক পথ্য দিয়ে তৈরি কড়া -র ৫০ গ্রামের প্যাকেট বিতরণ করা হবে ৷ তিনি জানিয়েছেন সাধু ও বৈদ্যরা এই প্যাকেটগুলি বানিয়েছেন ৷ তার মতে এই দিয়ে খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়৷

advertisement

ভারত ভারতের বাইরে প্রাণ নিয়ে চলেছে এই মারণ ভাইরাস ৷ শতাব্দী প্রাচীন আয়ুর্বেদকে ভরসা করেই এগিয়ে যেতে চলেছে এই সরকার ৷ দক্ষিণ  ফ্রান্সের একটি বৌদ্ধ মনেস্ট্রিতে দেখা গেছে দরজা খুলে জর্জিয়ান মন্ত্রোচ্চারণ করছেন যা সারা পৃথিবীতে দেখা যাচ্ছে ৷

আর সংবাদসংস্থা Guardian-র মতে তাদের সহজ সুর, ল্যাটিন শব্দ ও অনুবাদ সকলকে সেই গান গাইতে সাহা়য্য করছে ওই সন্ন্যাসীদের সঙ্গে ৷

advertisement

দিন কয়েক আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সেরা আয়ুর্বেদ চিকিৎসক গিরিধারা কাজে-র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন ৷ তাঁরাও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে বিকল্প চিকিৎসা পদ্ধতির ওপর জোর দেওয়ার কথা বলেছেন ৷

ইতিমধ্যেই আয়ুর্বেদিক ওই ট্যাবলেট করোনা ভাইরাস হাসপাতালে ভর্তি থাকা ১০ জন রোগির ওপর প্রয়োগ করে দেখা হচ্ছে ৷ কাজে জানিয়েছেন এই পরীক্ষার পরেই দেখা ়যাবে দ্বিতীয় পর্যায়ে কি হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গুজরাত সরকারও সিদ্ধান্ত নিয়েছেন আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয়েছে ৭৫ জন অ্যাসিম্পটমেটিক রোগিদের ৷ যারা হটস্পটে থাকা আহমেদাবাদের রোগিদের পরীক্ষা করা হয়েছে ৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মন্ত্রপাঠ- ভজন এবার করোনা মুক্তির দাওয়াই মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল