ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান জানিয়েছেন, ‘অনেক কিছু ভালোবাসা দিয়ে সেরে যায়, কিন্তু এই কোভিড ১৯ -র মতো ক্ষেত্রে মায়ের স্পর্শও এতে কাজ করে না ৷ তবে ভারতের প্রাচীন প্রচলিত চিকিৎসা পদ্ধতি কাজ করতে পারে ৷ ’
ধর্মীয় নেতাদের তিনি অনুরোধ করেছেন এই মারণ ভাইরাস থেকে মুক্তির জন্য তাঁরা যেন নিজেদের অল্টারনেটিভ ট্রিটমেন্টের পদ্ধতির বিবরণ দেন ৷তিনি বলেছেন, ‘কেউ কেউ বিকল্প চিকিৎসা পদ্ধতি বলতে পারেন এতে মনে হয় মৃত্যুর হারও কমবে ৷ ’
advertisement
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইরত রোগিদের মনোবল বাড়াতে ভজন, শ্লোক ও গান গাইতে পরামর্শ দিয়েছেন মন্ত্রী ৷ এর আগে মুখ্যমন্ত্রী জীবন অমৃত যোজনা নামের একটি প্রকল্পও চালু করেন ৷ যাতে আয়ুর্বেদিক পথ্য দিয়ে তৈরি কড়া -র ৫০ গ্রামের প্যাকেট বিতরণ করা হবে ৷ তিনি জানিয়েছেন সাধু ও বৈদ্যরা এই প্যাকেটগুলি বানিয়েছেন ৷ তার মতে এই দিয়ে খুব ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়৷
ভারত ভারতের বাইরে প্রাণ নিয়ে চলেছে এই মারণ ভাইরাস ৷ শতাব্দী প্রাচীন আয়ুর্বেদকে ভরসা করেই এগিয়ে যেতে চলেছে এই সরকার ৷ দক্ষিণ ফ্রান্সের একটি বৌদ্ধ মনেস্ট্রিতে দেখা গেছে দরজা খুলে জর্জিয়ান মন্ত্রোচ্চারণ করছেন যা সারা পৃথিবীতে দেখা যাচ্ছে ৷
আর সংবাদসংস্থা Guardian-র মতে তাদের সহজ সুর, ল্যাটিন শব্দ ও অনুবাদ সকলকে সেই গান গাইতে সাহা়য্য করছে ওই সন্ন্যাসীদের সঙ্গে ৷
দিন কয়েক আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা সেরা আয়ুর্বেদ চিকিৎসক গিরিধারা কাজে-র সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন ৷ তাঁরাও করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে বিকল্প চিকিৎসা পদ্ধতির ওপর জোর দেওয়ার কথা বলেছেন ৷
ইতিমধ্যেই আয়ুর্বেদিক ওই ট্যাবলেট করোনা ভাইরাস হাসপাতালে ভর্তি থাকা ১০ জন রোগির ওপর প্রয়োগ করে দেখা হচ্ছে ৷ কাজে জানিয়েছেন এই পরীক্ষার পরেই দেখা ়যাবে দ্বিতীয় পর্যায়ে কি হয় ৷
গুজরাত সরকারও সিদ্ধান্ত নিয়েছেন আয়ুর্বেদিক ওষুধ দেওয়া হয়েছে ৭৫ জন অ্যাসিম্পটমেটিক রোগিদের ৷ যারা হটস্পটে থাকা আহমেদাবাদের রোগিদের পরীক্ষা করা হয়েছে ৷