TRENDING:

Corona 2nd Wave : মৃতদেহের স্তূপ, অথচ দাহ করার কাঠ শেষ! সৎকারে আসবাব দান স্থানীয়দের...

Last Updated:

বাইরে তখন সার দিয়ে পড়ে রয়েছে মৃতদেহ৷ অথচ ফুরিয়ে গিয়েছে দাহ করার কাঠ! খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৎকারে আসবাব দেন স্থানীয়দের
Photo : Collected
সৎকারে আসবাব দেন স্থানীয়দের Photo : Collected
advertisement

পূর্ব দিল্লির ঝিলমিল ওয়ার্ডের জ্বালানগর শ্মশান৷ শুক্রবার দুপুরে বাইরে তখন সার দিয়ে পড়ে রয়েছে মৃতদেহ৷ অথচ ফুরিয়ে গিয়েছে দাহ করার কাঠ! খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। শেষমেশ মৃতদেহ সৎকারের কাজে সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা৷ যাঁর পক্ষে যতটা সম্ভব মৃতদের পরিবারের সদস্যদের সাহায্য করেন তাঁরা৷ ঘরে মজুত কাঠ, ভাঙা চেয়ার টেবিল শ্মশানে দাহকার্যের জন্য দান করেন এলাকার মানুষ৷

advertisement

পরিস্থিতি এমন হয় যে কেউ কেউ ঘরের দরজা, জানলা, টেবিল, চেয়ার পর্যন্ত তুলে নিয়ে চলে আসেন শ্মশানে৷ সেই কাঠেই চলে একের পর দেহ সৎকারের কাজ ৷ স্থানীয় বিজেপি নেতা তথা পৌরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ পঙ্কজ লুথরা এই প্রসঙ্গে বলেন, ‘‘করোনার দাপট বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তদের মৃত্য়ুর ঘটনাও ৷ পরিস্থিতি এতটাই খারাপ যে শ্মশানে জায়গা কম পড়ছে ৷ শবদেহ দাহ করার মতো কাঠও আর পাওয়া যাচ্ছে না৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নেতার দাবি, শ্মশানে কাঠ ফুরিয়ে যাওয়ার খবর কানে যেতেই তা গোটা এলাকার মানুষকে জানিয়ে দেন তিনি ও দলের সদস্যরা ৷ পাশাপাশি, এলাকাবাসীর কাছে আবেদন করেন, কারও ঘরে যদি অব্য়বহৃত কাঠ পড়ে থাকে, তা যেন বাইরে এনে রাখেন তাঁরা ৷ সেই কাঠ শ্মশানে পৌঁছে দেওয়া হবে৷ পঙ্কজ জানিয়েছেন, তাঁর আবেদনে ব্য়াপকভাবে সাড়া দেন স্থানীয় বাসিন্দারা ৷ প্রায় সকলেই নিজেদের সংগ্রহে থাকা বাতিল কাঠের সামগ্রী বাইরে এনে রাখেন ৷ যা পঙ্কজ নিজে গাড়ি করে শ্মশানে পৌঁছে দেন৷ সব মিলিয়ে দু’ট্রাক কাঠ শ্মশানে সরবরাহ করা হয় ৷ তাতে আপাতত ওই শ্মশানে চলছে দেহ সৎকারের কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona 2nd Wave : মৃতদেহের স্তূপ, অথচ দাহ করার কাঠ শেষ! সৎকারে আসবাব দান স্থানীয়দের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল