TRENDING:

মু্ম্বইয়ের পর করোনা সতর্কতায় আংশিক লকডাউন খাস কলকাতার হাসপাতালে, ৪০ চিকিৎসক-সহ ৭৩ জন কোয়ারেন্টাইনে

Last Updated:

এনআরএসের ৭৩ জন কোয়ারেন্টাইনে। বন্ধ এনআরএসের মেল মেডিসিন ও ক্রিটিকাল কেয়ার ইউনিট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনা সতর্কতায় আংশিক লকডাউন এনআরএস। এনআরএসের ৭৩ জন কোয়ারেন্টাইনে। বন্ধ এনআরএসের মেল মেডিসিন ও ক্রিটিকাল কেয়ার ইউনিট। এনআরএসে ভর্তি  এক রোগীর মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার জেরেই সতর্কতামূলক পদক্ষেপ এনআরএসের। মেল মেডিসিন ও সিসিইউ স্যানিটাইজও করা হচ্ছে।
advertisement

দেশজুড়ে করোনা সঙ্কট। মোকাবিলায় ভরসা হাসপাতাল বা চিকিৎসকরা। কিন্তু এর মধ্যেই আংশিক লকডাউন এনআরএস। হাসপাতালের ৪০ চিকিৎসক-সহ ৭৩ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে ৷ এনআরএসের ১৪০ বেডের মেল মেডিসিন বিভাগ ও ১৪ বেডের সিসিইউ বন্ধ ৷

আচমকা কেন এই সিদ্ধান্ত এনআরএসের? কয়েকদিন আগে ঘটনার সূত্রপাত। শনিবার মহেশতলার বাসিন্দা এনআরএসে ভর্তি হন ৷ লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ করোনা সতর্কতায় কোয়ারান্টিনে পাঠানো হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

মুম্বইয়ে পুরো হাসপাতালে করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে দুই হাসপাতাল। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে করোনা সংক্রমণ। আক্রান্ত ২৬ নার্স, তিন চিকিৎসক। সেখানকার সব চিকিৎসাধীন রোগীর করোনা পরীক্ষা করা হবে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মু্ম্বইয়ের পর করোনা সতর্কতায় আংশিক লকডাউন খাস কলকাতার হাসপাতালে, ৪০ চিকিৎসক-সহ ৭৩ জন কোয়ারেন্টাইনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল