দেশজুড়ে করোনা সঙ্কট। মোকাবিলায় ভরসা হাসপাতাল বা চিকিৎসকরা। কিন্তু এর মধ্যেই আংশিক লকডাউন এনআরএস। হাসপাতালের ৪০ চিকিৎসক-সহ ৭৩ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে ৷ এনআরএসের ১৪০ বেডের মেল মেডিসিন বিভাগ ও ১৪ বেডের সিসিইউ বন্ধ ৷
আচমকা কেন এই সিদ্ধান্ত এনআরএসের? কয়েকদিন আগে ঘটনার সূত্রপাত। শনিবার মহেশতলার বাসিন্দা এনআরএসে ভর্তি হন ৷ লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ মৃত্যুর পর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ করোনা সতর্কতায় কোয়ারান্টিনে পাঠানো হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ৷
advertisement
মুম্বইয়ে পুরো হাসপাতালে করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে দুই হাসপাতাল। মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে করোনা সংক্রমণ। আক্রান্ত ২৬ নার্স, তিন চিকিৎসক। সেখানকার সব চিকিৎসাধীন রোগীর করোনা পরীক্ষা করা হবে।
Location :
First Published :
April 07, 2020 8:53 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
মু্ম্বইয়ের পর করোনা সতর্কতায় আংশিক লকডাউন খাস কলকাতার হাসপাতালে, ৪০ চিকিৎসক-সহ ৭৩ জন কোয়ারেন্টাইনে