আপ-ডাউন মিলিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ১৯২ টি মেট্রো চলবে। তবে এখনই টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড থাকলে তবেই মেট্রো ওঠা যাবে। সেইসঙ্গে মেনে চলতে হবে করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি।
সপ্তাহের পাঁচদিন কখন প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে? জেনে নিন -
দিনের প্রথম মেট্রো
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - সকাল ৮ টা।
advertisement
২) দমদম থেকে কবি সুভাষ - সকাল ৮ টা।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - সকাল ৮ টা।
৪) দমদম থেকে দক্ষিণেশ্বর - সকাল ৮ টা।
দিনের শেষ মেট্রো
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ - সন্ধ্যা রাত ৭ টা ৪৮ মিনিট।
২) দমদম থেকে কবি সুভাষ - রাত ৮ টা।
৩) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর - রাত ৮ টা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে শুক্রবার দৈনিক ৪৮ টি ট্রেন ছুটবে। পাশাপাশি, আগের মতোই শনিবার নিজস্ব কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পরিষেবা চালু থাকবে। সেদিন আপ-ডাউন মিলিয়ে ১০৪ টি মেট্রো চলবে। সকাল ৮ টায় কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে। দিনের প্রথম ভাগে সকাল ১১ টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করবে। দ্বিতীয় ভাগে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩ টে ১৫ মিনিটে। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৭ টা ১৫ মিনিটে। তবে আগের মতোই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকছে রবিবার।