পর্নোগ্রাফি তো বটেই ৷ কিন্তু উল্লেখযোগ্যভাবে এই লকডাউন পিরিয়ডে বেড়েছে ‘চাইল্ড পর্নোগ্রাফি’ বা ‘টিন সেক্স ভিডিও’স দেখার প্রবণতা ৷ যা যথেষ্ট অবাক করার মতোই তথ্য ৷ বিশ্বের বেশ কিছু জনপ্রিয় পর্নসাইট ভারতেই সবচেয়ে বেশি দেখা হচ্ছে ৷ লকডাউনে ঘরে বসে অনেকেই দিন রাত পর্ন ভিডিও বা নীল ছবি দেখছেন ৷ রিপোর্ট অনুযায়ী, দিল্লি, চেন্নাই, মুম্বই, কলকাতা, ভুবনেশ্বরের মতো অনেক শহরেই চাইল্ড পর্নোগ্রাফির চাহিদা সবচেয়ে বেশি।
advertisement
‘পর্নহাব’ ওয়েবসাইটটি তাদের সমীক্ষার রিপোর্টে জানিয়েছে, এই লকডাউনের মধ্যে ফ্রান্সে পর্ন দেখার প্রবণতা বেড়েছে ৪০ শতাংশ, জার্মানিতে ২৫ শতাংশ, আমেরিকায় ২৬ শতাংশ, ইতালিতে ৫৫ শতাংশ, রাশিয়াতে ৫৫ শতাংশ, স্পেনে ৬০ শতাংশ। আর ভারতে ৯৫ শতাংশ !
Location :
First Published :
April 14, 2020 1:00 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনে কলকাতায় বাড়ছে ‘চাইল্ড পর্নোগ্রাফি’ দেখার প্রবণতা ! চাঞ্চল্যকর রিপোর্ট ICPF-র