নিজেদের আর্কাইভের সোনালি খেলার দিনের ভিডিও ফুটেজ ও ছবি সাধারণ মানুষদের দেখার সুযোগ করে দিচছে ICC, FIFA র মতো পেরেন্ট বডিরা ৷ যা ধরে এখন নস্টালজিয়ায় মাতছে মানুষজন ৷ এই সূত্র ধরেই ভারতীয় খেলার এক সক্রিয় মস্তিষ্ক নন্দন কামাত ট্যুইটারে এক অভিনব কোয়ারেন্টাইন একাদশ তৈরি করেছেন ৷ যাতে প্রত্যেক ক্রিকেটারকে আলাদা আলাদা ক্যাটাগরিতে নির্বাচন করেছেন ৷
advertisement
নিজের ট্যুইটে তিনি লিখেছেন, ‘যেহেতু আমরা ক্রিকেট আর্কাইভে , নস্টালজিয়ায় মেতে রয়েছি তাই এখন দেখুন ইন্ডিয়ান কোয়ারেন্টাইন ক্রিকেট একাদশ৷ ’
তাঁর একাদশে ভারতীয় ক্রিকেট দলের তাবড় তারকারা সকলেই জায়গা করে নিয়েছেন ৷ এখানে কোয়ারেন্টাইনে কে কোন কাজটা করতে পছন্দ করতে পারবেন সেই ভিত্তিতে এই একাদশ বেছে নেওয়া হয়েছে ৷
এর ভিত্তি নিঃসন্দেহে তারা পুরনো দিনে কে কোন কাজ করেছেন তার মজার আঙ্গিকটা ধরেই করা হয়েছে ৷ আর সেই সব ঘটনা যা মানুষকে একদিন আনন্দ দিয়েছে , হাসিয়েছে ৷
উদাহরণ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় পেয়েছেন শার্ট শুকনোর কাজ! আসলে তাঁর বিখ্যাত ন্যাটওয়েস্ট ট্রফি -র সময় লর্ডসে ২০০২ সালে নিজের টি শার্ট খুলে উড়িয়েছিলেন ৷ অন্যদিকে ঋষভ পন্থ পেয়েছেন বেবি সিটারের কাজ ৷ কারণ সম্প্রতি তাঁর এই কাজ নিয়ে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনের সঙ্গে তাঁর কথা বিনিময়ও নজর কে়ড়েছিল সকলের ৷
