TRENDING:

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য করোনাভাইরাস পরীক্ষা হবে কিয়স্কে, বাড়িতে বসেই জানতে পারবেন রেজাল্ট, কলকাতা পুরসভার একগুচ্ছ উদ্যোগ

Last Updated:

কলকাতা পৌরসভা এলাকায় সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ করোনা রুখতে একগুচ্ছ অভিনব পদক্ষেপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনাভাইরাস পরীক্ষায় এবার কিয়স্ক আনতে চলেছে কলকাতা পুরসভা। মোবাইল সোয়াব কালেকশন সেন্টারের মাধ্যমে করোনা পরীক্ষায় গতি আনতে চেষ্টা করেছিল পৌরসভা। সেই গতিতে এবার নতুন সংযোজন করোনা কিয়স্ক। ইতিমধ্যেই নমুনা কিয়স্ক এসেছে পুরসভায়।কোভিড স্পেশাল টিমের বৈঠকে আলোচনা হলে মোট কটি কিয়স্ক আসবে তা ঠিক করা হবে।
advertisement

কিভাবে কাজ করে এই কিয়স্ক??? আর পাঁচটা পুলিশ বা মিল্ক কিয়স্ককের মত এখানেও তিন ফুট বাই চার ফুটের ছোট জায়গা। এর ভেতরে সুরক্ষিত থাকবেন স্বাস্থ্যকর্মী কিংবা ল্যাব টেকনিশিয়ান। ভেতর থেকেই কাঁচের মাধ্যমে তিনি দেখতে পাবেন বাইরের ব্যক্তি কে। যিনি করোনাভাইরাস পরীক্ষা করাতে এসেছেন। কিয়স্ক এর ভিতরে অ্যাপস এর মাধ্যমে তিনি তার সোয়াব সংগ্রহ করবেন। রোগীর সঙ্গে স্বাস্থ্য কর্মীর সরাসরি যোগ না হওয়ায় এতে সংক্রমণের আশঙ্কা শূন্য।

advertisement

এর আগে কলকাতা পুরসভার তরফে র‍্যাপিড টেস্ট এর উদ্যোগ নেওয়া হয়। কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়াতে সেই টেস্ট শুরু হতেই মুখ থুবড়ে পড়ে। টেস্টের কি সঠিক না থাকায় সেই র‍্যাপিড টেস্ট পরীক্ষা বন্ধ করে দেয় আইসিএমআর।

এদিকে কলকাতা পৌরসভা এলাকায় সংক্রমণ ক্রমশ বাড়তেই থাকে। তাই পুরসভার স্বাস্থ্যকর্মী ও ল্যাব টেকনিশিয়ানদের এসএসকেএম হাসপাতাল থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদেরকে নিয়ে তৈরি হয় ছয় টিম। এই ছটি টিম মোবাইল সোয়াব কালেকশন সেন্টার রূপে কাজ করে। প্রথমে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করে সোয়াব কালেকশন শুরু হয়। পরে পুরসভার তরফেই এই ছটি ছটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। আপাতত গড়ে ৩০০ টি করে নমুনা সংগ্রহ করছে এই দল।

advertisement

ইতিমধ্যেই কলকাতা পুরসভার কোভিদ স্পেশাল টিম ঠিক করেছেন ৬ থেকে বাড়িয়ে চৌদ্দটি করা হবে এম্বুলেন্সের সংখ্যা। এর ফলে কলকাতা পুরো এলাকায় সোয়াব কালেকশন বা করোনাভাইরাস পরীক্ষার সংখ্যা ৩০০ থেকে বেড়ে হাজার কিংবা বারোশো হতে পারে।

এই পরীক্ষার হার আরও বাড়াতে এবার কলকাতা পুরসভা কিয়স্কের পথে। তবে কটি কিয়স্ক শহরে বসানো হবে এখনA সিদ্ধান্ত নেয়নি কলকাতা পুরসভা। রাজ্যে এই মুহূর্তে ১৮টি করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভার সংগৃহীত সোয়াব পরীক্ষার জন্য প্রথমে এসএসকেএম-এ ও পরে আর জি কর এই দুই হাসপাতালে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে রিপোর্ট এলে সংশ্লিষ্ট ওয়ার্ড কোর্ডিনেটর এর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ ঘরে বসেই কলকাতা পুরসভার মাধ্যমে আপনি করোনা পজিটিভ না নেগেটিভ তা জানতে পারবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Biswajit Saha

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য করোনাভাইরাস পরীক্ষা হবে কিয়স্কে, বাড়িতে বসেই জানতে পারবেন রেজাল্ট, কলকাতা পুরসভার একগুচ্ছ উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল