TRENDING:

শুধু রবিবার লকডাউন! খুলবে দোকান, চলবে বাস-ট্যাক্সি, স্বাভাবিক হচ্ছে কর্ণাটক

Last Updated:

রাজ্যের উপমুখ্যমন্ত্রী অশ্বত্থ নারায়ণ জানিয়েছেন, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরল থেকে কাউকেই রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কর্ণাটক: কেন্দ্র ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে৷ তার মধ্যে রাজ্যে জনজীবন স্বাভাবিক করার ইঙ্গিত দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা৷ এ দিন তিনি জানিয়েছেন, লকডাউনের মধ্যেই রাজ্যের সব দোকান খুলতে পারবে৷ চলতে পারবে সরকারি- বেসরকারি বাস, অটো এবং ট্যাক্সিও৷ তবে রবিবার গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে কন্টেইনমেন্ট জোনগুলিতেও কেন্দ্রের নির্দেশ মতো কোনও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি৷
advertisement

রবিবার সন্ধ্যায় ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ চতুর্থ দফার লকডাউনের গাইডলাইনে জোন নির্ধারণ, পরিবহণ চালু করায় ছাড়পত্র দেওয়ার ভার রাজ্যগুলির উপরেই ছেড়েছে কেন্দ্রীয় সরকার৷ তবে কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে, কোনওভাবেই স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া নির্দেশিকাকে উপেক্ষা করে লকডাউনেপর কোনও বিধিনিষেধ হাল্কা করতে পারবে না কোনও রাজ্য৷ সেই অনুযায়ী এ দিনই প্রত্যেকটি রাজ্য নিজেদের মতো করে বিধিনিষেধ ঘোষণা করছে৷

advertisement

রাজ্যের উপমুখ্যমন্ত্রী অশ্বত্থ নারায়ণ জানিয়েছেন, গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং কেরল থেকে কাউকেই রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না৷ বাকি রাজ্যগুলি থেকে কেউ কর্ণাটকে প্রবেশ করতে গেলে শারীরিক পরীক্ষার পরই ছাড়পত্র মিলবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পেশায় দিনমজুর আদিবাসী বৃদ্ধের ভুবন ভোলানো প্রতিভা! নিজের কানেই শুনুন
আরও দেখুন

তবে দোকান খোলার অনুমতি দেওয়া হলেও কেন্দ্রীয় গাইডলাইন মেনে শপিং মল, সিনেমা হল বন্ধই থাকছে৷ বাসেও তিরিশ জনের বেশি যাত্রী উঠতে দেওয়া হবে না৷ অটো, ট্যাক্সি, ক্যাবে সর্বোচ্চ দু' জন করে যাত্রী উঠতে পারবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শুধু রবিবার লকডাউন! খুলবে দোকান, চলবে বাস-ট্যাক্সি, স্বাভাবিক হচ্ছে কর্ণাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল