আক্রান্ত সাংবাদিকের কোভিড ১৯ ধরা পড়ার পরই যারা তাঁর সংস্পর্শে এসেছেন সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ গত 20 মার্চ সাংবাদিক সম্মেলন করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান কমলনাথ ৷ সেই সাংবাদিক সম্মেলনেও উপস্থিত ছিলেন এই করোনা আক্রান্ত সাংবাদিক ৷
জানা গিয়েছে করোনা সাংবাদিকের বছর ছাব্বিশের মেয়ে সদ্য লন্ডন থেকে ফিরেছেন ৷ কমলনাথের সাংবাদিক বৈঠকের আগের দিনই করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হন ও তাঁর কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে ৷ তাঁর সংস্পর্শে আসা ৯ জনের শরীরে সংক্রমণ পাওয়া না গেলেও এদিন ওই মহিলার সাংবাদিক বাবার টেস্ট রিপোর্টে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে ৷ এ খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বর্তমানে ওই সাংবাদিক তাঁর মেয়ের সঙ্গেই ভোপাল এইমসে ভর্তি ৷
advertisement
মেয়ের রিপোর্ট পজিটিভ আসার পরেও কিভাবে ওই সাংবাদিক কমলনাথের প্রেস কনফারেন্সে গেলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সাংবাদিক ভদ্রলোকের এমন আচরণকে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় বলে নিন্দা করেছে ভোপাল জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট দিনেশ গুপ্তা ৷
অন্যদিকে, সাংবাদিক সম্মেলনে উপস্থিত রিপোর্টার করোনায় আক্রান্ত এখবর আসার আগে থেকে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন কমলনাথ ৷ তাঁর পার্সোনাল সেক্রেটারিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শোনা যাচ্ছে ৷ সব মিলিয়ে মধ্যপ্রদেশে এই নিয়ে ১৫ জনের করোনা সংক্রমণের রিপোর্ট সামনে এসেছে ৷