TRENDING:

৫ মাস পর ঘরে ফিরলেন জলঙ্গির মৎসজীবী ! বাংলাদেশে আটকে ছিলেন তিনি !

Last Updated:

করোনা আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া জলঙ্গির কাগমারি চরের মণ্ডল পরিবারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #জলঙ্গি: করোনা আতঙ্কের মধ্যে কিছুটা স্বস্তির হাওয়া জলঙ্গির কাগমারি চরের মণ্ডল পরিবারে। পাঁচ মাস সতেরো দিন পর ঘরের ছেলে প্রণব মন্ডল ঘরে ফেরায়  স্বস্তি নেমে আসে বৃদ্ধা মা ও স্ত্রী ও সন্তানদের মধ্যে। গত ১৭ ই অক্টোবর এলাকার মৎসজীবীদের সঙ্গে ইলিশ মাছ ধরতে পদ্মায় নেমেছিলেন প্রণব মন্ডল। বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েছেন বলে বাংলাদেশের সীমান্ত বাহিনী সঙ্গে এদেশে বিএসএফের গোলাগুলি চলে ও এক বিএসএফ কর্মী নিহত হন। প্রণব মণ্ডলকে গ্রেফতার করে বাংলাদেশের সীমান্ত বাহিনী। এরপরই বাংলাদেশের রাজশাহীতে তার জেল হয়। তারপর দুই দেশের মধ্যে দিয়ে কূটনৈতিক টানাপোড়েন চলে। অভাবী মন্ডল পরিবারে পরিবারের রোজগেরে লোক ভিনদেশে জেলবন্দি হয়ে থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় প্রণব মন্ডল স্ত্রী রেখা মণ্ডল কে।
advertisement

যদিও পুলিশ সুপার থেকে প্রশাসনের ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাড়ি ফিরে প্রণব মণ্ডল বলেন, বাংলাদেশের এক ব্যক্তি আমার সঙ্গেই জেলবন্দি ছিল। তার কাছেই আমাকে মুক্ত করার জন্য কাতর আবেদন জানাই। তার চেষ্টাতেই জামিন পাই আমি। এরপরই সেই ব্যক্তির চেষ্টাতেই ট্রলারে করে আমাকে দেশে ফিরিয়ে দেয়। তবে আন্তর্জাতিক নিয়ম মেনে তার দেশে ফেরা হয়েছে কিনা সে ব্যাপারে মুখ খোলেননি প্রণব। বিএসএফ এ ব্যাপারে কিছু বলেনি। স্ত্রী রেখা মন্ডল বলেন, সকলের  হাত পায়ে ধরেছি, স্বামীকে ফিরিয়ে আনার জন্য। ও বাড়ি ফিরে আসায় কিছুটা হলেও স্বস্তি পেলাম।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

PRANAB KUMAR BANERJEE

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৫ মাস পর ঘরে ফিরলেন জলঙ্গির মৎসজীবী ! বাংলাদেশে আটকে ছিলেন তিনি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল