TRENDING:

করোনা আক্রান্তের চিকিৎসার জন্য স্টেশনে দাঁড়িয়ে দশ কামরার আইসোলেশন ট্রেন

Last Updated:

ট্রেনের স্লিপার ক্লাস কামরাগুলোকেই আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বর্ধমানঃ বর্ধমান রেল স্টেশনে প্রস্তুত রয়েছে আইসোলেশন ট্রেন। প্রয়োজনে তাতে রাখা যাবে করোনা ভাইরাসের উপসর্গ থাকা অসুস্থদের। বর্ধমান স্টেশনে এসে দাঁড়িয়েছে  দশ কামরার আইসোলেশন ট্রেনটি। তাতে রয়েছে বিশেষ আইসোলেশন কম্পার্টমেন্ট। কোচের ভিতর যেখানে যাত্রীরা শোওয়া বসা করেন সেখানেই তৈরি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। মূলত ট্রেনের স্লিপার ক্লাস কামরাগুলোকেই আইসোলেশন ওয়ার্ডে  পরিণত করা হয়েছে। প্রতিটি কামরার মাঝের বার্থগুলি এখানে অদৃশ্য। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এই ব্যবস্থা।
advertisement

আইসোলেশন ট্রেনের প্রতিটি বার্থের বাইরে পর্দা লাগানো হয়েছে। সাইড লোয়ার বার্থের জায়গায় অক্সিজেন সিলিণ্ডার রাখার ব্যবস্থা করা হয়েছে। কোনও রোগীর প্রচন্ড শ্বাসকষ্টের উপসর্গ দেখা দিলে রোগী অক্সিজেনের সহায়তা পাবেন। এছাড়াও কামরাগুলিতে হাই ভোল্টেজ ভেন্টিলেশন মেশিনের জন্যে আলাদা করে সুইচ ও প্লাগের বোর্ড লাগানো হয়েছে। কামরার একটি করে শৌচালয়কে স্নানঘরে পরিণত করা হয়েছে। অর্থাৎ করোনা সংক্রমণে অসুস্থদের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে এই করোনা আইসোলেশন ট্রেন। দশটি আইসোলেশন কোচের এই ট্রেনটি বর্ধমান স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে রাখা হয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসা করার জন্য প্রস্তুত রেলের ডাক্তার নার্স এবং মেডিক্যাল স্টার্ফরাও।

advertisement

রাজ্যের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশন বর্ধমান। প্রতিদিন লক্ষাধিক পুরুষ মহিলা এই স্টেশনে নামাওঠা করেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের ভিড়ে সরগরম থাকে এই রেল স্টেশন। লক ডাউনের পর থেকেই শুনশান স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম। জনহীন টিকিট কাউন্টার। সেই স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে এই বিশেষ করোনা আইসোলেশন ট্রেনটি। লক ডাউন পর্ব পার করে আবার করে স্বাভাবিক ছন্দে ফিরে আসে এই রেল স্টেশন সেটাই এখন দেখার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীর হাতে তৈরি লক্ষ্মী প্রতিমা! জার্মানি পৌঁছেছে কাটোয়ার গৃহবধূর বানানো মূর্তি
আরও দেখুন

Saradindu Ghosh

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্তের চিকিৎসার জন্য স্টেশনে দাঁড়িয়ে দশ কামরার আইসোলেশন ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল