TRENDING:

Lockdown 4.0| আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু ২১ মে থেকে, জানালেন মুখ্যমন্ত্রী

Last Updated:

মমতা আরও জানান, অটো ২৭ তারিখ থেকে চলবে। কিন্তু অটোতে ২ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। চলবে খেলাও৷ তবে মাঠে জমায়েত করা যাবে না৷ অর্থাত্‍ মাঠে কোনও দর্শক থাকতে পারবেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আন্তঃরাজ্য বাস ২১ তারিখ থেকে চালু হচ্ছে রাজ্যে। সোমবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানান, সরকারি বাস চালানো হবে। বেসরকারি বাস মালিকরা সোশাল ডিস্ট্যান্সিং মেনে বাস চালাতে পারেন।
advertisement

মমতা আরও জানান, অটো ২৭ তারিখ থেকে চলবে। কিন্তু অটোতে ২ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। চলবে খেলাও৷ তবে মাঠে জমায়েত করা যাবে না৷ অর্থাত্‍ মাঠে কোনও দর্শক থাকতে পারবেন না৷

এ রাজ্যেও ৩১ মে পর্যন্ত লকডাউন থাকবে বলে জানালেন মমতা৷ তিনি বলেন, সামনে ঈদ রয়েছে। কিন্তু যে হেতু কেন্দ্র লকডাউন করে দিয়েছে, তাই বলছি বাড়িতে বসে ঈদ পালন করুন। কন্টেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে৷ এ (অ্যাফেক্টেড জোন), বি (বাফার জোন) ও সি (ক্লিন জোন)৷ এ জোন ছাড়া বাকি জায়গায় বড় দোকান সব খুলে যাবে ২১ মে থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

২৭ মে থেকে হকার মার্কেট খোলার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। এছাড়া, সরকারি, বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করা যাবে। এছাড়া ২১ মে থেকে শুরু হবে আন্তঃজেলা বাস পরিষেবা। তবে আপাতত চালু হচ্ছে না রেস্তোরাঁ। আর সিনেমা হল, থিয়েটার হল নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি। মমতা জানান,সেলুন তথা চুল কাটার দোকান ও বিউটি পার্লার খোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে নাপিত ভাইদের বলা হচ্ছে, যে সামগ্রী দিয়ে চুল দাড়ি কাটবেন তা স্যানিটাইজ করে নেবেন।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Lockdown 4.0| আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু ২১ মে থেকে, জানালেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল