স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬,৯২২ জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ । রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে । এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জনে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪১৮ জনের । মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৮৯৪ ।
advertisement
দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ৷ মৃত ৪১৮ জনের মধ্যে ২০৮ জন মহারাষ্ট্রের বাসিন্দা । এছাড়া দিল্লির ৬৪ , তামিলনাড়ুর ৩৩ , গুজরাতের ২৫ , কর্ণাটকের ১৪ , পশ্চিমবঙ্গের ১১ , রাজস্থান এবং হরিয়ানার ১০ জন ।
তবে আশা একটাই সুস্থও হচ্ছেন অনেকে । এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে , ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৬,৫১৪ । সুস্থ হয়েছেন ২,৭১,৬৯৬ মানুষ । শতাংশের হিসেবে ৫৭.৪৩ ।
