TRENDING:

সংক্রমণ লাফিয়ে বাড়ছে, রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৯৪

Last Updated:

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১৬,৯২২ জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড বৃদ্ধি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে । লকডাউনের আড়াই মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যায় লাগাম টানা যায়নি । আনলক প্রথম পর্বে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করেছে দেশের বিভিন্ন রাজ্য ৷ কিন্তু তার মধ্যেই প্রতিদিন আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হচ্ছে । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু । পর পর ছ'দিন আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের গণ্ডি পেরোল ।
advertisement

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬,৯২২ জন । এটি এখনও পর্যন্ত একদিনে রেকর্ড সংক্রমণ । রোজই এই ভাইরাস নিজের রেকর্ড নিজে ভাঙছে । এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জনে । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪১৮ জনের । মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪,৮৯৪ ।

advertisement

দেশের মধ্যে সব থেকে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি  ৷  মৃত ৪১৮ জনের মধ্যে ২০৮ জন মহারাষ্ট্রের বাসিন্দা ।  এছাড়া দিল্লির ৬৪  , তামিলনাড়ুর ৩৩ , গুজরাতের ২৫ , কর্ণাটকের ১৪ , পশ্চিমবঙ্গের ১১ , রাজস্থান এবং হরিয়ানার ১০  জন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি করেন বৃদ্ধ
আরও দেখুন

তবে আশা একটাই সুস্থও হচ্ছেন অনেকে । এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ । স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে , ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৬,৫১৪ । সুস্থ হয়েছেন ২,৭১,৬৯৬ মানুষ । শতাংশের হিসেবে ৫৭.৪৩ ।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সংক্রমণ লাফিয়ে বাড়ছে, রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত প্রায় ১৭ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ১৪৮৯৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল