আই সি এম আর নিজেদের ট্যুইটে জানিয়েছে কোনও দেশ ব্রিটেনে থেকে পাওয়া সার্স কোভ ২ কে সাফল্যের সঙ্গে আলাদা করে কালচার করতে পারেনি৷ আইসিএমআর আরও জানিয়েছে ব্রিটেন থেকে প্রাপ্ত নতুন প্রকারের সমস্ত স্বরূপ নিয়ে তারা সাফল্যের সঙ্গে পৃথক ও কালচার করতে পেরেছে আইসিএমআর (ICMR)। এই নমুনা ব্রিটেন থেকে ফেরত মানুষদের শরীর থেকে সংগ্রহ করা হয়েছিল৷
advertisement
ভারতে এখনও অবধি করোনা ভাইরাসের নয়া স্ট্রেনে সংক্রমিত হয়েছে ২৯ জন৷ ব্রিটেনে সদ্যই পাওয়া গেছে করোনা ভাইরাসের স্ট্রেন৷ যা ৭০ শতাংশ বেশি সংক্রামক৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয় শুক্রবার জানিয়েছে সার্স কোভ ২ - এ ভারতে এখনও অবধি ২৯ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে জিনোম সিকোয়েন্সিং -জানানো হয়েছে ১৪ দিন ধরে (৯-২২ ডিসেম্বর) অবধি ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীকে দেখা হয়েছে৷ যাঁদের মধ্যে কোনও লক্ষণ পাওয়া গেলে বা সংক্রমিত হলে তাঁকে সিকোয়েন্সিং-র অংশ করা হবে৷
ভারতের সমস্ত বিমানবন্দর সূত্র অনুযায়ি এই বছর নভেম্বরে ১০.৪৪ লক্ষ আন্তর্জাতিক যাত্রী ভারত থেকে আসা যাওয়া করেছেন৷ ব্রিটেনে পাওয়া যাওয়া নয়া স্ট্রেন আরও অনেকগুলি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে৷ এই স্ট্রেন পাওয়া গেছে ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন এবং সিঙ্গাপুরেও৷