এদিকে ইউরোপীয় ইউনিয়ন পৃথিবীর গরীব দেশগুলিকে ১৫ বিলিয়ন ইউরো দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই এই অর্থ সাহায্য করা হবে জানানো হয়েছে। আইসিএমআরের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার ১৫ জনের পরীক্ষা করা হয়েছে।
এসেছে বেশ কিছু রাজ্য ভিত্তিক পরিসংখ্যানও। মহারাষ্ট্রে নতুন করে ১৫০ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। নতুন করে দিল্লিতে ২৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তেলেঙ্গানায় ৪০ জনের সন্ধান মিলেছে। মধ্যপ্রদেশে ২১, অন্ধ্রপ্রদেশে ১০, হিমাচল প্রদেশে ৯, রাজস্থানে ১৩, গুজরাটে ১৯, বিহারে দুই ও অসমে একজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
advertisement
এদিকে ভারত থেকে আমেরিকায় যাওয়ার জন্য ৯৮ জন পূর্ণবয়ষ্ক ও একজন শিশুকে নিয়ে আজই পাড়ি দিয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। হায়দরাবাদ বিমান বন্দর থেকে মুম্বই বিমান বন্দরে এটি ডেল্টা বিমান সংস্থার একটি বিমানে এই যাত্রীদের পৌঁছে দেবে। সেখান থেকে আমেরিকায় পৌঁছে যাবে বিমান।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন ওমানের সুলতানের সঙ্গে। তাঁরা জানিয়েছেন এই কঠিন সময়ে দুই দেশই পরস্পরের পাশে থাকবে।