ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশই ইন্টারন্যাশনাল রুটের উড়ান তালিকা প্রকাশ করেছে ৷ ১ জুলাই থেকেই ১৫টি দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে ৷ যদিও সেই তালিকায় জায়গা পায়নি ভারত ৷ এই তালিকা ইউরোপিয়ন ইউনিয়নের তরফে প্রতি দু’সপ্তাহ অন্তর অন্তর রিভিউ হয় ৷ তাই আগামী দিনে ভারতের ইউরোপগামী বিমানের রুটের তালিকায় জায়গা পেতে খুব বেশি সময় লাগার কথা নয় ৷ ভারতে আন্তর্জাতিক উড়ান ওঠানামা বন্ধ হয়েছে ১০০ দিনের বেশি হয়ে গেল ৷ ভারতে এবং অন্যান্য শহরে আন্তর্জাতিক উড়ান নিয়ে চাহিদা এখনও যথেষ্ট রয়েছে ৷ তাই যত তাড়াতাড়ি সম্ভব, অন্তত কিছু দেশের মধ্যে যাতে ভারত থেকে বিমান চলাচল শুরু করা সম্ভব হয়, সেই চেষ্টাতেই রয়েছে কেন্দ্র ৷
advertisement
Location :
First Published :
July 03, 2020 3:04 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আন্তর্জাতিক উড়ান চালু নিয়ে আমেরিকা, কানাডা, আমিরশাহীর সঙ্গে আলোচনায় ভারত