বুধবার রাতে একটি ফেসবুক পোস্টে আইআইটি বম্বের ডিরেক্টর, অধ্যাপক শুভাশিস চৌধুরী জানান , "দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।" আইআইটি বম্বের ক্ষেত্রে সবসময়েই প্রথম অগ্রাধিকার পায় পড়ুয়ারা । এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় । তাই পড়ুয়াদের সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারের জন্যে পড়াশুনো শুধুমাত্র অনলাইনেই হবে।’’ বুধবার বম্বে আইআইটি কর্তৃপক্ষ ম্যারাথন বৈঠক করে। সকালে শুরু হওয়া বৈঠক চলে রাত পর্যন্ত । তাতে স্থির হয়, ছাত্রদের থেকে গুরুত্বপূর্ণ কিছুই নয় । তাই এ বছরের বাকি সময়টা ক্লাস হবে অনলাইনে ।
advertisement
জুলাই মাসে আইআইটি বম্বেতে স্নাতক ও স্নাতকোত্তর পাঠ্যক্রম শুরু হওয়ার কথা । কিন্তু অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিলেই সব দায়িত্ব শেষ হয় না । পড়ুয়াদের বাড়িতে পর্যাপ্ত পরিকাঠামো থাকাটাও জরুরি । পরিসংখ্যান অনুযায়ী , আইআইটিতে বহু মেধাবী ছাত্রছাত্রী সুযোগ পান যাঁরা অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসেন । তাঁদের যদি সাহায্য না করা যায় , তাহলে তাঁদের বঞ্চিত করা হবে । এ প্রসঙ্গে ডিরেক্টর তাঁর পোস্টে লিখেছেন , "পিছিয়ে পড়া পড়ুয়াদের সাহায্যার্থে পাঁচ কোটি টাকার বাজেট করা হয়েছে । তা থেকেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করার উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা করবে আইআইটি বম্বে কর্তৃপক্ষ ।” তার জন্য দেশবাসীর কাছে অনুদানেরও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ ।