ICMR-এর গবেষণায় উঠে এসেছে, করোনার নতুন এই স্ট্রেন ছড়িয়ে পড়েছে মূলত পরিযায়ী শ্রমিকদের যাতায়াত ও ধর্মীয় অনুষ্ঠানগুলি থেকে । ভারতে সর্বপ্রথম করোনার B.1.617 স্ট্রেনটি চিহ্নিত হয়েছিল গত বছরের অক্টোবর মাসে । এই স্ট্রেন বিদেশীদের দেহ থেকে ভারতীয়দের শরীরে সংক্রমিত হয়েছিল প্রথমে । এরপর জমায়েতের মাধ্যমে তা ভয়ঙ্কর রূপে ছড়িয়ে পড়ে সকলের মধ্যে । আগে করোনার B.1.617 স্ট্রেনটিকে গোটা বিশ্বের জন্য বিপদজ্জনক ঘোষণা করেছিল হু । অতি সক্রিয় সংক্রমণের ক্ষমতা সম্পন্ন B.1.351 এবং E484Q করোনার ডবল মিউট্যান্ট স্ট্রেনটি এরপর ভারতে পাওয়া যায় । যা আরও মারাত্মক হয়ে ওঠে বিপুল জমায়েতের মাধ্যমে তা হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় ।
advertisement
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরিযায়ী সমস্যাই হোক, আর ধর্মীয় সমাবেশের অনুমতি দেওয়াই হোক, এ সবের দায় কি কেন্দ্রীয় সরকার এড়াতে পারে?