পটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর রাসবিহারী সিং হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন। প্রাক্তন উপাচার্য শম্ভুনাথ সিংহকে তিনি করেন। তবে দু'বার ফোনটি বেজে যাওয়ার পরও শম্ভুনাথ বাবু ফোন উঠাননি৷ তাই মৃত্যুর খবর আরও জোরদার হয়ে যায়৷ তবে কিছুক্ষণের মধ্যে শম্ভুনাথ সিংহ নিজে ফোন করে জানান যে, তিনি বেঁচে রয়েছেন এবং দিল্লিতে রয়েছেন। শম্ভুনাথ সিংহ জানিয়েছিলেন যে কিছু লোক পাটনায় তাঁর মৃত্যুর খবর ছড়াচ্ছেন। নিজের মৃত্যুর খবর নিজেও পেয়েছেন তিনি৷ প্রাক্তন উপাচার্যের সঙ্গে কথা বলার পরে, অধ্যাপক রাসবিহারী সিং তাঁর শম্ভুনাথ বাবুর জীবিত থাকার খবর সকলকে জানিয়ে দেন৷
advertisement
আরও পড়ুন COVID Antibody Cocktail: দেশে নতুন ওষুধ, চিকিৎসার জন্য ব্যবহার হয়েছিল করোনা আক্রান্ত ট্রাম্পের
পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিরিশ কুমার চৌধুরী শম্ভুনাথ সিংহের সাথে কথা বলেন এবং তাঁর সুস্থতার খবর জানতে পেরেছিলেন। পটনা বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষক ও কর্মচারীর করোনার সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। এই ৩০ জনের মধ্যে অনেকে চাকরিরত ছিলেন আবার অনেকে অবসর নিয়েছিলেন৷
