COVID Antibody Cocktail: দেশে নতুন ওষুধ, চিকিৎসার জন্য ব্যবহার হয়েছিল করোনা আক্রান্ত ট্রাম্পের

Last Updated:

ভারতে এই ওষুধটির বিপণনের দায়িত্বে সিপলা (Cipla)৷ প্রথম ধাপে এসেছে এই ওষুধ এবং দ্বিতীয় ধাপে আসবে (mid-June) জুনের মাঝামাঝি৷

#নয়াদিল্লি: ওষুধ সংস্থা Roche India ভারতে নিয়ে এল তাদের অ্যান্টিবডি ককটেল (COVID Antibody Cocktail)৷ অ্যান্টিবডি ককটেল ক্যাসিরিভিম্যাব (Casirivimab) এবং ইমডেভিম্যাব (Imdevimab)-এর দাম রাখা হয়েছে ডোজ প্রতি ৫৯,৭৫০ টাকা৷ এই সংস্থার অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়েছিল প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে (Corona Affected Donald Trump was treated with COVID Antibody Cocktail)৷ গত বছর করোনা আক্রান্ত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷
সংস্থার (Roche Phamra) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়৷ সেখানে জানানো হয়েছে ওষুধের ১২০০ মিলিগ্রাম (1200 mg dose) ডোজে থাকছে ৬০০ মিলিগ্রাম (600 mg dose) ক্যাসিরিভিম্যাব এবং ৬০০ মিলিগ্রাম ইমডেভিম্যাব৷ প্রতিটি ওষুধের দাম ধার্য করা হয়েছে ৫৯হাজার ৭৫০ টাকা৷ মাল্টিপিল ডোজের সর্বোচ্চ দাম হবে ১ লক্ষ ১৯ হাজার ৫০০টাকা৷ ওষুধের একটি প্যাকে দু’জন রোগীর চিকিৎসা হবে৷
advertisement
ভারতে এই ওষুধটির বিপণনের দায়িত্বে সিপলা (Cipla)৷ প্রথম ধাপে এসেছে এই ওষুধ এবং দ্বিতীয় ধাপে আসবে জুনের মাঝামাঝি (mid-June) ৷
advertisement
"প্রথম ভাগে অ্যান্টিবডি ককটেল ভারতে এসে গিয়েছে৷ দ্বিতীয় ভাগে আসবে জুন মাসের মাঝামাঝি সময়৷ মোটের উপর ২ লক্ষ রোগীর চিকিৎসায় সাহায্য করতে পারবে এই ওষুধ৷ কারণ ১ লক্ষ প্যাক এসেছে (1 lakh pack of COVID Antibody Cocktail)৷ এবং একটি প্যাক থেকে দু’জন রোগী চিকিৎসার সুবিধা পাবেন৷ ওষুধ সংস্থা সিপলা ও রোশের যৌথ (Cipla and Roche) বিবৃতিতে এটাই জানানো হয়েছে৷ এই ওষুধটি নামী হাসপাতাল এবং কোভিড চিকিৎসা কেন্দ্রে মিলবে৷
advertisement
ভারতে এই ওষুধের (অ্যান্টিবডি ককটেল) আপতকালীন ব্যবহারের (Covid Antibody Cocktail Emergency Use India) জন্য ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্যান্টডার্ড কন্ট্রোল অরগানাজেশন (CDSCO)৷ এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইওরোপে এই অ্যান্টিবডি ককটেল ব্যবহার করার অনুমতি পেয়েছে৷
ভারতে Roche Pharma-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ভি সিমপসন এম্যানুয়েল জানান যে, তাঁদের সংস্থা দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে বধ্যপরিকর৷ তাঁরা আশাবাদী যে এই ওষুধ মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে৷ ফলে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন কিছুটা হলেও কমবে এবং স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যকর্মীদের উপর যে বিপুল চাপ তৈরি হয়েছে, তা কিছুটা হলেও কম হবে এই বিশেষ অ্যান্টিবডি ককটেলের হাত ধরে৷
advertisement
করোনা আক্রান্ত ছোট ও বড়দের সংক্রমণে চিকিৎসায় সাহায্য করবে এই ওষুধ৷ করোনার হাল্কা (mild-moderate) উপসর্গে কাজ করবে৷ ছোটদের মধ্যে যাদের বয়স ১২ বছরের উপর এবং ৪০ কেজির বেশি তাদের চিকিৎসার জন্য ব্যবহার করা যাবে এই ওষুধটি৷ খুব বাড়াবাড়ি হওয়ার আগে বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার আগে এই ওষুধ কার্যকর৷ এর ফলে প্রায় ৭০ শতাংশ মৃত্যুর হার কম হতে পারে, দাবি সংস্থার৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID Antibody Cocktail: দেশে নতুন ওষুধ, চিকিৎসার জন্য ব্যবহার হয়েছিল করোনা আক্রান্ত ট্রাম্পের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement