করোনা যুদ্ধে কিছুটা হলেও আশার আলো। হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ICMR জানিয়েছে, করোনায় আক্রান্তের সংস্পর্শে এলেই হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যাবে ৷ সন্দেহভাজন আক্রান্তের সংস্পর্শে এলেও দেওয়া যাবে হাইড্রক্সিক্লোরোকুইন৷ করোনা আক্রান্ত বা সন্দেহভাজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পরেও যদি উপসর্গ না থাকে, সেক্ষেত্রেও হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্যও এই ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ICMR ৷
advertisement
চিকিৎসকদের মতে, এটা একটা আশার আলো। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারেন। মাইল্ডভাবে যাঁরা আক্রান্ত তাঁদের দেওয়া যেতে পারে ৷ আমেরিকা চারটে ওষুধের কথা বলেছে। যেটা যেখানে পাওয়া যায়। তার মধ্যে এ দেশে হাইড্রক্সিক্লোরোকুইন---সিভিয়রভাবে যারা আক্রান্ত তাদের দেওয়া যেতে পারে ৷ তবে ১৫ বছরের কম বয়সিদের হাইড্রক্সিক্লোরোকুইন দিতে নিষেধ করেছে ICMR ৷
