TRENDING:

ছাপিয়ে গেল সব রেকর্ড! ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ৮২৭

Last Updated:

রাজ্যে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সব রেকর্ড ভেঙে চুরমার। রাজ্যে একদিনে আক্রান্ত ৯৮৬৷ যার ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪,৮২৩৷ মৃত্যু হয়েছে ২৩ জনের৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে৷
advertisement

রাজ্যে মৃতদের মধ্যে ৬ জন কলকাতা এবং ৬ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা৷ এছাড়াও হাওড়ার ৫ জন, মালদহের ২ জন। বাকিদের মধ্যে ১ জন দক্ষিণ ২৪ পরগনা, ১ জন জলপাইগুড়ি, ১জন হুগলি এবং ১ জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২২৩ এবং ১০৩। ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

করোনার এই বাড়বাড়ন্ত রুখতে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ানো হয়েছে৷ সাধারণ মানুষের একটা বড় অংশ করোনা সংক্রান্ত বিধিনিষেধ না মানার কারণেই সংক্রমণে লাগাম পরাতে কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউনের ঘোষণা করেছে রাজ্য৷ তবে এত কিছুর মধ্যে আশার আলো রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৬,২৯১ জন।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ছাপিয়ে গেল সব রেকর্ড! ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ৮২৭
Open in App
হোম
খবর
ফটো
লোকাল