গত ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনা করেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। চলবে ৩ মে পর্যন্ত। তাই বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে জুন অবধি উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৭শে মার্চ। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক এবং লকডাউনের জেরে পরীক্ষাগুলো স্থগিত রাখতে হয় রাজ্য সরকারকে। ইতিমধ্যেই ২১শে মার্চ পর্যন্ত বিষয়গুলির পরীক্ষা নেওয়া হয়ে গেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সূচি অনুযায়ী মোট তিনদিনের পরীক্ষা বাকি ছিল।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে মূলত ফিজিক্স,নিউট্রেশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি,কেমিস্ট্রি,ইকোনমিক্স,জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত,পার্শিয়ান, আরাবিক, ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস, জিওগ্রাফি,কস্টিং ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলির পরীক্ষা এখনও বাকি রয়েছে।
Somraj Bandopadhyay