অনেকে করোনা মোকাবিলায় রাস্তায় বের হওয়ার সময় মাস্ক পরছেন ৷ হ্যান্ড গ্লাভস ব্যবহার করছেন ৷ কিন্তু সত্যিই কী সবার এই মাস্ক পরা দরকার?
WHO জানিয়েছে, করোনা থেকে বাঁচতে কোয়ারেন্টাইন হওয়াটাই সবচেয়ে উপযোগী কাজ ৷ আর সঙ্গে থাকতে হবে পরিষ্কার ও পরিচ্ছন্ন ৷ সবাইকে মাস্ক পরার কোনও প্রয়োজনীওতা নেই ৷
WHO জানিয়েছে, আপনি যদি কোনও অসুস্থ মানুষেরা কাছাকাছি যেতে হয় তাহলে অবশ্যই পরুন মাস্ক ৷
advertisement
WHO জানিয়েছে, বিনা প্রয়োজনে মাস্ক পরার কোনও দরকার নেই ৷ যেহেতু এখন গোটা বিশ্বেই মাস্ক সেভাবে উপলদ্ধ নয়, তাই বিনা কারণে মাস্ক পরা উচিত নয়৷
WHO জানিয়েছে, যারা স্বাস্থ্যকর্মী, হাসপাতালে কাজ করেন তাঁরা অবশ্যই ব্যবহার করুন মাস্ক ৷
advertisement
Location :
First Published :
April 06, 2020 8:55 PM IST
