Order_COVID-19_139_prophylaxisHydroxy_cloroquine
এ রাজ্যেও হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ মাত্রাছাড়া বিক্রি শুরু হয়ে যায়। ফলে প্রজন থাকলে বহু জায়গায় মিলছে না ওষুধ। এরপর শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর রীতিমত নির্দেশিকা জারি করে জানিয়েছে...
*যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী সরাসরি কোনও করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন ব্যক্তির সংস্পর্শে আসে বা করোনা আক্রান্ত বা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসে, তাঁদের ক্ষেত্রে এই হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ খাওয়া যেতে পারে। তবে তাঁদের ক্ষেত্রে প্রথম দিন এই ওষুধ দুটো করে এবং পরের ৭ সপ্তাহে ১টি করে খেতে হবে।
advertisement
*যে সমস্ত করোনা পজিটিভ বা করোনা আক্রান্ত ব্যক্তির পরিবার অর্থাৎ বাড়ির লোক, তাঁরা এই হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ খেতে পারবে। তাঁদের ক্ষেত্রে প্রথম দিন এই ওষুধ দুটো এবং তারপর পরের তিন সপ্তাহের প্রতি সপ্তাহে ১ টি করে ওষুধ খেতে হবে।
ফলে, মানুষ যাতে যথেচ্ছ হাইড্রক্সিক্লোরোকুইন না খায়, তার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর এই বিশেষ নির্দেশিকা জারি করেছে। একদিকে এই ওষুধ বাতের ব্যথা নিরাময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মানুষ অকারণে যদি এই ওষুধ কেনে, তবে বাজারে ওষুধের অভাব দেখা দেবে। এমনকি এই ওষুধ সাধারণ মানুষ খেলে হীতে বিপরীতও হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।
ABHIJIT CHANDA