TRENDING:

Coronavirus Lockdown: একই ছাদের নীচে সেলুন, জামাকাপড়, মুদিখানা... জনসাধারণের সুবিধার জন্য ২০ লাখ ‘সুরক্ষা স্টোর’ বানাচ্ছে কেন্দ্র

Last Updated:

কয়েকটি ভোগ্যপণ্য সংস্থাকে যোগ্য দোকানকে ‘সুরক্ষা স্টোর’-এ পরিণত করার দায়িত্ব দেওয়া হবে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ঠেকাতে দেশজুড়ে লকডাউন ৷ অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ সব কিছুই ৷ থমকে গিয়েছে মানুষের জীবন ৷ মুদির দোকান ছাড়াও আরও নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস ও পরিষেবার সুবিধা দেওয়ার জন্য দেশ জুড়ে ২০ লক্ষ ‘সুরক্ষা স্টোর’ খোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র ৷ যেখানে জামাকাপড় সহ সেলুনের মতো আরও অনেক কিছু বন্দোবস্ত থাকবে ৷
advertisement

সরকারি সূত্রে খবর, করোনা সতর্কতা মেনেই দেশের ২০ লক্ষ বাছাই করা মুদির দোকানকেই ‘সুরক্ষা স্টোর’ হিসেবে গড়ে তোলা হবে ৷ তবে যেকোনও মুদির দোকানকেই সুরক্ষা স্টোর মান্যতা দেওয়া সম্ভব নয় ৷ তাই সুরক্ষা স্টোর-এ পরিণত হওয়ার জন্য সাধারণ কিছু প্রয়োজনীয় পরিকাঠামোকে যোগ্যতার মানদন্ড হিসেবে নির্ধারণ করেছে কেন্দ্র ৷

কয়েকটি ভোগ্যপণ্য সংস্থাকে যোগ্য দোকানকে ‘সুরক্ষা স্টোর’-এ পরিণত করার দায়িত্ব দেওয়া হবে । এক একটি সংস্থার হাতে থাকবে একটি বা দুটি রাজ্যের সুরক্ষা স্টোর-এর দায়িত্ব ৷ ইতিমধ্যেই সরকার পঞ্চাশেরও বেশি FMCG কোম্পানির সঙ্গে কথা বলেছে ৷

advertisement

এই সমস্ত সুরক্ষা স্টোরে প্রতিনিয়ত স্যানিটাইজেশনের বন্দোবস্ত থাকবে ৷ নিয়ম মেনে করা হবে পরিষ্কারও৷ সমস্ত কর্মচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ৷ দোকানে ঢোকা ও বেরনোর সময় হাতে স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রাখার কথাও রয়েছে পরিকল্পনায় ৷ দোকানের যে সব জায়গায় কর্মীদের বারবার হাত দিতে হয় সেগুলি দিনে দু’বার জীবাণুমুক্ত করতে হবে। আশা করা হচ্ছে আগামী ৪৫ দিনের মধ্যেই এই সমস্ত সুরক্ষা স্টোর-এর সুবিধে পাবেন সাধারণ মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শিল্পোৎপাদনের ক্ষেত্রেও একই কায়দায় ‘সুরক্ষা চক্র’ তৈরি করতে চায় কেন্দ্র ৷ উপভোক্তা মন্ত্রক সূত্রে খবর, পাইকারি ব্যবসায়ী ও মাঝারি সং‌স্থাগুলিকে সাহায্য করবে বড় শিল্প সং‌স্থাগুলি। করোনা সতর্কতা যাতে যথাযথভাবে মানা হয় তার ট্রেনিংয়ের জন্য অনলাইন সার্টিফিকেট কোর্সও চালু করতে পারে কেন্দ্র।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus Lockdown: একই ছাদের নীচে সেলুন, জামাকাপড়, মুদিখানা... জনসাধারণের সুবিধার জন্য ২০ লাখ ‘সুরক্ষা স্টোর’ বানাচ্ছে কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল