উত্তর দিনাজপুর জেলায় এখনও কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ তাই এই জেলা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে৷ সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের জন্য এনবিএসটিসি-র পক্ষ থেকে রেইন কোট, মাস্ক, গ্লাভস, টুপি এবং চশমা পাঠানো হয়েছে৷ করোনা আতঙ্কের মধ্যেই সেই সমস্ত সুরক্ষা সরঞ্জাম পরে এ দিন থেকেই পরিষেবা শুরু করলেন সরকারি বাসের কর্মীরা৷
advertisement
এ দিন রায়গঞ্জ ডিপো থেকে জেলার মধ্যে চলাচলের জন্য চারটি বাস ছাড়ে৷ ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো হবে৷ বাস ছাড়ার আগে তৃণমূল কংগ্রেস সমর্থিত আইএনটিটিইউসি-র কর্মী সংগঠনের পক্ষ থেকে চালক এবং কন্ডাক্টরদের সংবর্ধনা দেওয়া হয়৷ চালক এবং কন্ডাক্টরদের ফুলের মালা পরিয়ে দেওয়া হয়, বাস ছাড়ার আগে পুষ্পবৃষ্টিও করা হয়৷
চালকদের সংবর্ধনা জানানো হয়৷
সংগঠনের নেতা কৌশিক দে জানিয়েছেন, করোনা যুদ্ধে অন্যান্যদের সঙ্গে আজ থেকে সরকারি বাসের কর্মীরা যুক্ত হলেন। সংস্থার কর্মীদের মনোবল বৃদ্ধি এবং কাজে উৎসাহিত করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। বাস চালক ভজহরি মণ্ডল জানিয়েছেন, সরকার তাঁদের জন্য সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ফলে আতঙ্ক কাটিয়ে তাঁরা যাত্রী পরিষেবা দিতে রাস্তা নেমেছেন।
UTTAM PAUL