TRENDING:

Coronavirus: ছবি দেখে ভয়ে কাঁপবে বুক! আবর্জনার গাড়িতে শ্মশানে আসছে করোনার মৃতদেহ

Last Updated:

ছত্তীসগড়ে মোট মৃতের সংখ্যা ৫৩০৭। এরমধ্যে শেষ ১ মাসে মৃত্যু হয়েছে ১৪১৭ জনের। যা রীতিমতো ভয় ধরাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় টালমাটাল গোটা দেশ । ভয়াবহতা দেখে বুক কেঁপে উঠবে ভয়ে । দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝে মধ্যেই মারাত্মক সব ছবি ভেসে আসছে সোশ্যাল মিডিয়ার পর্দায় । যা দেখে আরও একবার মারণ ভাইরাসের ভয় গেঁথে বসছে মানুষের মনে ।
advertisement

করোনার বিভৎসতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, ভেন্টিলেটর নেই । মানুষ চোখের সামনে স্রেফ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে । শ্মশানে সার সার মৃতদেহ পুড়ছে, সরকারি হিসেবে সেই সংখ্যাটা কম হলেও আদতে দেখা যাচ্ছে মৃতের সংখ্যা ভীতি প্রদর্শনকারী । এ বার ছত্তীসগড়ের রাজনন্দগাঁওয়ে দেখা গেল আরও ভয়াবহ চিত্র । পিপিই কিটসে মোড়া স্যানিটেশন কর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের দেহ শ্মশানে নিয়ে যাএওয়ার জন্য একটি আবর্জনার গাড়িতে ডাই করে তুলছেন ।

advertisement

এমন ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছে । চিফ মেডিকেল হেলথ অফিসারকে প্রশ্ন করা হয়, তিনি সাফ জানান “গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েত ও সিএমও-এর দায়িত্ব। ছত্তীসগড়ে মারাত্মক হারে বেড়েছে করোনার প্রকোপ । করোনা যুদ্ধে সামিল হতে রাজনন্দগাঁওয়ের প্রেস ক্লাব চত্বরকে কোভিড সেন্টার বানানো হয়েছে। লক্ষ্ণণহীন রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে সেখানে । ৩০টি শয্যার ব্যবস্থাও করা হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবারেও ছত্তিশগড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৫০ জন, মৃত্যু হয়েছে ১২০ জনের। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ লক্ষ ৮৬ হাজার ২৪৪ এ। মোট মৃতের সংখ্যা ৫৩০৭। এরমধ্যে শেষ ১ মাসে মৃত্যু হয়েছে ১৪১৭ জনের। যা রীতিমতো ভয় ধরাচ্ছে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: ছবি দেখে ভয়ে কাঁপবে বুক! আবর্জনার গাড়িতে শ্মশানে আসছে করোনার মৃতদেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল