TRENDING:

লকডাউনে কর্মহীন মা, বোনেদের অনলাইন ক্লাসের খরচ জোগাতে চা বেচছে ১৪ বছরের কিশোর

Last Updated:

মুম্বইয়ের বাসিন্দা ১৪ বছর বয়সি এই বালকের নাম শুভান৷ মাত্র ২ বছর বয়সে নিজের বাবাকে হারায় সে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: করোনা ভাইরাস এবং তার জেরে লকডাউন অনেকেরই জীবন পুরোপুরি বদলে দিয়েছে৷ কেউ চাকরি হারিয়েছেন, কারও উপার্জন তলানিতে এসে ঠেকেছে৷ বাধ্য হয়ে বহু মানুষ বিকল্প পথে আয়ের পথ খুঁজে নিয়েছেন৷ সেরকমই এক বালকের খোঁজ মিলল মুম্বইয়ের পথে৷ লকডাউনের ধাক্কায় বই খাতা ছেড়ে যাকে রাস্তার পাশে দাঁড়িয়ে চা বিক্রি করতে হচ্ছে৷
advertisement

মুম্বইয়ের বাসিন্দা ১৪ বছর বয়সি এই বালকের নাম শুভান৷ মাত্র ২ বছর বয়সে নিজের বাবাকে হারায় সে৷ মা ছাড়াও শুভানের বাড়িতে তার বোনেরা রয়েছে৷ বাবার মৃ্ত্যুর পর থেকেই শুভানের মায়ের উপার্জনেই সংসার চলত৷ তিনি একটি স্কুল বাসের অ্যাটেন্ড্যান্ট ছিলেন৷ কিন্তু লকডাউনের জেরে সেই কাজ হারান তিনি৷ ফলে অথৈ জলে পড়ে শুভানদের পরিবার৷

advertisement

এই পরিস্থিতিতে নিজের ঘাড়েই সংসারের দায়িত্ব তুলে নেয় ১৪ বছরের বালক৷ রাস্তার ধারে চা বিক্রি করতে শুরু করে সে৷ সংসার চালানোর পাশাপাশি নিজের বোনেদের অনলাইন ক্লাসের খরচ এ ভাবেই জোগাড় করছে শুভান৷ স্কুল খুললে তার পর নিজের পড়াশোনা শুরু করবে এই বালক৷

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

লকডাউন শুরু পর থেকেই গোটা দেশে বন্ধ হয়ে যায় স্কুল সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান৷ পরবর্তী সময়ে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হলেও দেশজুড়ে স্কুল এখনও বন্ধই রয়েছে৷ পড়াশোনা মূলত হচ্ছে অনলাইনে৷ যার খরচ বহন করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনে কর্মহীন মা, বোনেদের অনলাইন ক্লাসের খরচ জোগাতে চা বেচছে ১৪ বছরের কিশোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল