মুম্বইয়ের বাসিন্দা ১৪ বছর বয়সি এই বালকের নাম শুভান৷ মাত্র ২ বছর বয়সে নিজের বাবাকে হারায় সে৷ মা ছাড়াও শুভানের বাড়িতে তার বোনেরা রয়েছে৷ বাবার মৃ্ত্যুর পর থেকেই শুভানের মায়ের উপার্জনেই সংসার চলত৷ তিনি একটি স্কুল বাসের অ্যাটেন্ড্যান্ট ছিলেন৷ কিন্তু লকডাউনের জেরে সেই কাজ হারান তিনি৷ ফলে অথৈ জলে পড়ে শুভানদের পরিবার৷
advertisement
এই পরিস্থিতিতে নিজের ঘাড়েই সংসারের দায়িত্ব তুলে নেয় ১৪ বছরের বালক৷ রাস্তার ধারে চা বিক্রি করতে শুরু করে সে৷ সংসার চালানোর পাশাপাশি নিজের বোনেদের অনলাইন ক্লাসের খরচ এ ভাবেই জোগাড় করছে শুভান৷ স্কুল খুললে তার পর নিজের পড়াশোনা শুরু করবে এই বালক৷
লকডাউন শুরু পর থেকেই গোটা দেশে বন্ধ হয়ে যায় স্কুল সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান৷ পরবর্তী সময়ে ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করা হলেও দেশজুড়ে স্কুল এখনও বন্ধই রয়েছে৷ পড়াশোনা মূলত হচ্ছে অনলাইনে৷ যার খরচ বহন করা অনেকের পক্ষেই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে৷