১)coronapass. kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।
২) লিংকে ক্লিক করার পর একটি পেজ খুলবে। সেখানে ‘I Agree’ লেখা বক্সে ক্লিক করতে হবে।
৩) নয়া একটি পেজ খুলবে। তাতে ‘Individual’ বা ‘Organization’ চেকবক্স টিক দিন।
৪) তারপর নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন – সেই সংক্রান্ত তথ্য দিন। ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
advertisement
কার্যত লকডাউনের মধ্যে যাদের বাইরে বেরতেই হবে, তাদের এই ই-পাস লাগবেই৷ সেকারণে ই-পাসের প্রিন্ট হাতে না রেখে গাড়িতে লাগিয়ে রাখলেই ভাল৷ কারণ তা সহজেই নজরে পড়বে ট্র্যাফিকের দায়িত্বে থাকা পুলিশের৷ দিন দিন রাজ্য করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে৷ যার যেরে কার্যত লকডাউনের পথে হঁটেছে রাজ্য৷
উল্লেখ্য, আগামী ১৫ দিনের জন্য জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ রাখার কথা ঘোষণা করেছে নবান্ন। বন্ধ থাকবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। লোকাল ট্রেন আগেই বন্ধ করা হয়েছিল। এ বার বাস এবং মেট্রো,এবং ফেরি পরিষেবাও সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। জরুরী প্রয়োজন ছাড়া ট্যাক্সি এবং অটোও চলাচল করবে না। আগের বার, লকডাউনেও নানা অজুহাতে বাইরে বেরোতে দেখা যেত সাধারণ মানুষকে। তা রুখতে আগামী ১৫ দিন জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে পর দিন ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনো নিষিদ্ধ করেছে রাজ্য। চলবে না ব্যক্তিগত গাড়িও। তবে দিনের বেলায় নিজের গাড়ি নিয়ে টিকা নিতে যেতে পারবেন মানুষ। রাজ্যে করোনা বিধি না মানলে মহামারী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন।