আপাতত করোনা মোকাবিলায় গোটা দেশেই চলছে লকডাউন৷ কোথাও কোথাও ৩১মার্চ তো কোথাও ২৭ মার্চ পর্যন্ত চলছে এই লকডাউন৷ যদিও এতে ছাড় পেয়েছে জরুরি পরিষেবা৷ ভারতে আপাতত ৪৯৬জন করোনায় আক্রান্ত৷ গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ রেখে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ১দিনের জনতা কারফউয়ের কথা৷ ফের মঙ্গলবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেখে কী বলেন তিনি, তার দিকে নজর সবার৷ আপাতত ঘরবন্দী রয়েছেন দেশের মানুষ৷
advertisement
Location :
First Published :
March 24, 2020 1:23 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আতঙ্ক! বাকি ছিল দেশের উত্তরপূর্ব, সেখানেও ১ মহিলার দেহে মিলল করোনা সংক্রমণ