TRENDING:

লকডাউনের মধ্যেই সাইকেল নিয়ে রাস্তায়, ভক্তদের ট্রোলের মুখে শোয়েব আখতার

Last Updated:

কিছুদিন আগেই পাকিস্তানের মানুষ করোনা ভাইরাস নিয়ে সচেতন হচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শোয়েব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: ভারতের মতো পাকিস্তানেও দ্রুত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ গোটা পাকিস্তান জুড়ে জারি হয়েছে আংশিক লকডাউন৷ অথচ লকডাউনের মধ্যেই দিব্যি সাইকেল নিয়ে ইসলামাবাদের রাস্তায় নেমে পড়লেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার৷ তারকা ক্রিকেটারের এই কীর্তি দেখে রীতিমতো হতবাক নেট দুনিয়া৷ লকডাউনের নিয়ম ভঙ্গ করায় সোশ্যাল মিডিয়ায় শোয়েবকে ট্রোল করতেও ছাড়েননি নেটিজেনরা৷
advertisement

ভিডিও-য় দেখা যাচ্ছে, ইসলামাবাদের ফাঁকা রাস্তায় সাইক্লিং করছেন শোয়েব৷ লকডাউন চলায় এমনিতেই ইসলামাবাদের রাস্তা ফাঁকা৷ সেই সুযোগের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন শোয়েব৷ সাইকেল চালাতে চালাতেই পাক সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখাচ্ছেন পাক তারকা৷ নিজের শহরকে পৃথিবীর সবথেকে সুন্দর শহরগুলির অন্যতম বলেও দাবি করেছেন শোয়েব৷

কিন্তু শোয়েবের এই ভিডিও নিয়েই বিতর্ক ছড়িয়েছে৷ কারণ কিছুদিন আগেই পাকিস্তানের মানুষ করোনা ভাইরাস নিয়ে সচেতন হচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শোয়েব৷ তাঁর অভিযোগ ছিল, ভারতে সবাই লকডাউন মেনে চললেও পাকিস্তানে কেউ মারাত্ম এই ভাইরাস নিয়ে সতর্ক হচ্ছেন না৷ সবাই বাড়িতে থাকার জন্যও অনুরোধ করেন শোয়েব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সততার নজির! ট্রেনের মধ্যে কুড়িয়ে পাওয়া ব্যাগে সাত লক্ষ টাকা পেয়েও ফিরিয়ে দিলেন মহিলা
আরও দেখুন

এসব বলার পরেও শোয়েব নিজে মুখে মাস্ক না পরেই লকডাউনের মধ্যে সাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়ায় তাঁর অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন৷ লকডাউনের মধ্যে কেন তিনি বাইরে বেরিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে৷ আবার একজন প্রশ্ন তুলেছেন, রাস্তায় বেরোলেও কেন মাস্ক পরেননি তিনি? কেউ কেউ আবার সরাসরি বলেছেন, তাঁর মতো একজন তারকা ক্রিকেটার যদি লকডাউনের নিয়ম না মানেন তাহলে সাধারণ মানুষ কেন নিয়ম মানবেন? আর এক ভক্ত শোয়েবকে সতর্ক করে বলেছেন, সাইকেল চালাতে গিয়ে অন্য কোনও বিপদ না হয়ে যায়!

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের মধ্যেই সাইকেল নিয়ে রাস্তায়, ভক্তদের ট্রোলের মুখে শোয়েব আখতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল