ভিডিও-য় দেখা যাচ্ছে, ইসলামাবাদের ফাঁকা রাস্তায় সাইক্লিং করছেন শোয়েব৷ লকডাউন চলায় এমনিতেই ইসলামাবাদের রাস্তা ফাঁকা৷ সেই সুযোগের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন শোয়েব৷ সাইকেল চালাতে চালাতেই পাক সুপ্রিম কোর্ট সহ বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি দেখাচ্ছেন পাক তারকা৷ নিজের শহরকে পৃথিবীর সবথেকে সুন্দর শহরগুলির অন্যতম বলেও দাবি করেছেন শোয়েব৷
কিন্তু শোয়েবের এই ভিডিও নিয়েই বিতর্ক ছড়িয়েছে৷ কারণ কিছুদিন আগেই পাকিস্তানের মানুষ করোনা ভাইরাস নিয়ে সচেতন হচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শোয়েব৷ তাঁর অভিযোগ ছিল, ভারতে সবাই লকডাউন মেনে চললেও পাকিস্তানে কেউ মারাত্ম এই ভাইরাস নিয়ে সতর্ক হচ্ছেন না৷ সবাই বাড়িতে থাকার জন্যও অনুরোধ করেন শোয়েব৷
advertisement
এসব বলার পরেও শোয়েব নিজে মুখে মাস্ক না পরেই লকডাউনের মধ্যে সাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়ায় তাঁর অনেক ভক্তই প্রশ্ন তুলেছেন৷ লকডাউনের মধ্যে কেন তিনি বাইরে বেরিয়েছেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে৷ আবার একজন প্রশ্ন তুলেছেন, রাস্তায় বেরোলেও কেন মাস্ক পরেননি তিনি? কেউ কেউ আবার সরাসরি বলেছেন, তাঁর মতো একজন তারকা ক্রিকেটার যদি লকডাউনের নিয়ম না মানেন তাহলে সাধারণ মানুষ কেন নিয়ম মানবেন? আর এক ভক্ত শোয়েবকে সতর্ক করে বলেছেন, সাইকেল চালাতে গিয়ে অন্য কোনও বিপদ না হয়ে যায়!
