ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, এই ঐতিহাসিক পদক্ষেপের পর কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
ইএমএ প্রধান এমার কুক বলেন, অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সত্যিই এক ঐতিহাসিক বৈজ্ঞানিক কৃতিত্ব যে এক বছরের কম সময়ে একটি ভ্যাকসিন তৈরি হয়েছে এবং রোগের বিরুদ্ধে অনুমোদিতও হয়েছে।
advertisement
বায়োএনটেকের টিকাকে ইএমএ শর্তসাপেক্ষে এক বছরের জন্য অনুমোদন দিয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন জানান, এটি তাঁদের কাছে আনন্দের বিষয় যে ইউরোপীয়ানদের নিরাপদ ও কার্যকর টিকা দেওয়া যাবে ৷ তারা আরও জানায়,আগামী ২৯ ডিসেম্বর থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে। কমপক্ষে ১৫ টি দেশে ইতিমধ্যে ভ্যাকসিনকে অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, ভারতে প্রথম কোভিড ভ্যাকসিনের অনুমোদন পেতে আর বেশি দেরি নেই। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ভারতে প্রথম ধাপে ৩০ কোটি অগ্রাধিকার প্রাপ্ত দেশবাসীর টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়েই একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।