TRENDING:

করোনা আটকাতে পারলনা শাশুড়ির উৎসাহ, ভিডিও কলেই জামাই আপ্যায়ন

Last Updated:

শাশুড়ির উৎসাহের সামনে সমস্ত বাধাই যেন তুচ্ছ হল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: লকডাউনের কারণে জামাইষষ্ঠী নিতে আসতে না পারায় অনলাইনে জামাইকে ষষ্ঠী দিলেন শাশুড়ি। হাইটেক যুগে অনলাইনে ষষ্ঠী নেওয়ায় আলাদা অনুভূতি বলে মনে করছেন জামাই,  করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে অনলাইনে জামাইষষ্ঠী সারলেন শাশুড়ি মায়েরা। শাশুড়ি মন খারাপ। প্রতি বছর জামাইষষ্ঠীর দিন ব্যাগ ভর্তি করে মাছ, মাংস, সবজি, মিষ্টি নিয়ে বাড়ি ফিরতেন শ্বশুর । যুগ যুগ ধরে এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকেন শাশুড়িরা।
advertisement

জামাই বাবাজিকে আদর, যত্নে ভরিয়ে তোলেন তাঁরা । কিন্তু করোনা ভাইরাস এবারে সবকিছু উল্টেপাল্টে দিয়েছে। একদিকে সামাজিক দূরত্ব বজায় রাখা, অন্যদিকে লকডাউনে গৃহবন্দি হয়ে থাকা, ফলে জামাইষষ্ঠীর পরিচিত ছবিটা এবারে উধাও। তবে হাল ছাড়তে রাজি নন শশুর-শাশুড়িরা। তাই মোবাইলে ভিডিও কলের মাধ্যমেই পাখার হাওয়া, হলুদবাটা কপালে ছোঁয়ানো, সহ যাবতীয় নিয়ম পালন করলেন ভিডিও চ্যাটে প্রণাম ও সেরে নিলেন জামাই। এমননি ছবি ধরা পরলো রায়গঞ্জ তুলসি তলার বাসিন্দা রেবা ঘোষ বাড়িতে।

advertisement

রেবা ঘোষের মেয়ের বিয়ে হয়েছে বহরমপুরে। লকডাউনের কারণে এবারে জামাইষষ্ঠীতে তাঁরা ষষ্ঠী করতে আসতে পারেননি। তাই বিজয়াদেবী মোবাইলে ভিডিও কলের মাধ্যমেই জামাইষষ্ঠী পালন করলেন। শ্বাশুড়ি রেবা ঘোষ জানিয়েছেন, মেয়ের বিয়ে হয়েছে বহরমপুরে। লকডাউনের কারণে তারা আসতে পারেনি। মেয়ে জামাইকে সামনা সামনি আপ্যায়ণ করতে না পেরে মন খারাপ হলে কিছু করার নেই। তাই এবার মোবাইলে ভিডিও কলের মাধ্যমেই জামাইষষ্ঠী পালন করা হল।

advertisement

রেবাদেবীর জামাই অরুপ দেবনাথ জানিয়েছেন, লকডাউনের জন্য এবার জামাইষষ্ঠী করতে যেতে পারলাম না কিন্তু এই ভিডিও কলের মাধ্যমে জামাইষষ্ঠী হওয়া খুব ভালো লাগছে। এটি একটি নতুন ধরনের অভিজ্ঞতা হল ডিজিটাল জামাইষষ্ঠী। কিন্তু রিয়েল টাইমে পেটপুজো না হওয়ায় হতাশ জামাই অরুপবাবু।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আটকাতে পারলনা শাশুড়ির উৎসাহ, ভিডিও কলেই জামাই আপ্যায়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল