TRENDING:

'অন্যের বল টাচ করবেন না,' করোনা রুখতে মহিলা আধিকারিকের পরামর্শের ভিডিও ভাইরাল

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্রের ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে৷ নাসাও কাউন্টির এগজিকিউটিভ লরা কারেন করোনা থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের নানা পরামর্শ দিচ্ছিলেন৷ একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, লরা বলছেন, 'নিজেদের বল নিজেরা সামলান৷ অন্য কারও বলে হাত দেবেন না৷ আপনি ওই বলে লাথি মারতে পারেন৷ কিন্তু ছোঁবেন না৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: লকডাউন শিথিল হওয়ার পরেও করোনা ভাইরাস থেকে বাঁচতে বিভিন্ন দেশের সরকার নানা গাইডলাইন মেনে চলার নির্দেশ দিচ্ছে৷ তার মধ্যে অন্যতম হল সামাজিক দূরত্ব৷ তবে নিউ ইয়র্কের প্রশাসনিক কর্তা এক অদ্ভূত নির্দেশ দিলেন৷ তা হল, 'কারও বলে হাত দেবেন না৷' এ হেন নির্দেশের ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ট্যুইটারে সবার প্রশ্ন, বল বলতে উনি ঠিক কী বোঝাতে চাইলেন?
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে ৷ নাসাও কাউন্টির এগজিকিউটিভ লরা কারেন করোনা থেকে বাঁচতে শহরের বাসিন্দাদের নানা পরামর্শ দিচ্ছিলেন৷ একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, লরা বলছেন, 'নিজেদের বল নিজেরা সামলান৷ অন্য কারও বলে হাত দেবেন না৷ আপনি ওই বলে লাথি মারতে পারেন৷ কিন্তু ছোঁবেন না৷'

advertisement

আসলে ওই মহিলা টেনিস বলের কথা বলছিলেন৷ কিন্তু লরার কথা শোনার পরে প্রশাসনের অন্য কর্তারাও হেসে ফেলেন৷ আসলে লরা টেনিসের মতো খেলায় বল না ছোঁয়ার জন্য মানুষকে সতর্ক করছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

লরার ওই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তুমুল হাসাহাসি৷ ভিডিওটি মুহূর্তে ভাইরাল৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'অন্যের বল টাচ করবেন না,' করোনা রুখতে মহিলা আধিকারিকের পরামর্শের ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল