TRENDING:

Vaccine Politics in Bengal: 'বিহারের মতো বাংলাতেও ভাঁওতা', বিজেপি-র ফ্রি ভ্যাকসিন প্রতিশ্রুতিকে কটাক্ষ ডেরেকের

Last Updated:

করোনা সংক্রমণের হার যত বাড়ছে, গোটা দেশের মতো এ রাজ্যেও ভ্যাকসিনের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে৷ আর নির্বাচনের বাংলায় ভ্যাকিসনই যেন আমজনতা মন জয়ের নতুন অস্ত্র হয়ে উঠছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে ক্ষমতায় এলেই প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন (Coronavirus Vaccine) দেওয়া হবে৷ এ দিন এমনই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি (BJP)৷ বিহারের উদাহরণ দিয়ে এবার বিজেপি-র এই প্রতিশ্রুতিকে পাল্টা কটাক্ষ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের (Derek O'Brien) পাল্টা প্রশ্ন, নির্বাচনে একই প্রতিশ্রুতি দিয়েও কেন সেখানে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি বিজেপি?
বিজেপি-র দাবি নিয়ে প্রশ্ন ডেরেকের৷
বিজেপি-র দাবি নিয়ে প্রশ্ন ডেরেকের৷
advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই জানিয়েছিলেন, ৫ মে-র পর থেকে রাজ্য সরকারের উদ্যোগেই প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে৷ এ দিন ট্যুইটারে সেই প্রসঙ্গ তুলে ডেরেক লেখেন, 'তৃণমূল গতকাল এই প্রতিশ্রুতি দিয়েছে৷ আর বিজেপি আজকে দিচ্ছে৷ দুই দলের মধ্যে এটাই বড় পার্থক্য৷'

রাজ্যে শেষ দু' দফার নির্বাচনের আগে বিজেপি-র এই প্রতিশ্রুতিকে পুরোপুরি ভাঁওতা বলে দাবি করেছেন ডেরেক ও ব্রায়েন৷ ওই ট্যুইটেই একটি ভিডিও পোস্ট করে তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রশ্ন করেন, 'এটা নির্বাচনের সময় বিজেপি-র ভ্যাকসিন নিয়ে ভাঁওতা৷ বাংলায় দু' দফায় ভোট বাকি, আর ঠিক তখনই বিজেপি এই প্রতিশ্রুতি দিচ্ছে৷ মনে করে দেখুন বিহারে বিজেপি কী করেছিল! নির্বাচনের সময় বিহারেও ঠিক একই ভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু তার পর কিছু হয়নি৷ নির্বাচন শেষ হয়ে গিয়েছে, বিজেপি-ও সব ভুলে গিয়েছে৷ বাংলাতেও একই কায়দায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে৷ বিজেপি-কে বিশ্বাস করবেন না৷' প্রসঙ্গত বিহারে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি- জেডিইউ জোট সরকার৷

advertisement

করোনা সংক্রমণের হার যত বাড়ছে, গোটা দেশের মতো এ রাজ্যেও ভ্যাকসিনের চাহিদাও পাল্লা দিয়ে বাড়ছে৷ আর নির্বাচনের বাংলায় ভ্যাকিসনই যেন আমজনতা মন জয়ের নতুন অস্ত্র হয়ে উঠছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বিনামূল্যে ভ্যাকসিনের পক্ষে সওয়াল করে আসছিলেন৷ রাজ্য সরকার যাতে সরাসরি ভ্যাকসিন কিনে বিনামূল্যে মানুষকে টিকা দিতে পারে, সেই দাবি জানিয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ যদিও তাঁর অভিযোগ, সেই চিঠির কোনও জবাব পাননি তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

তবে কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারই সিদ্ধান্ত নিয়েছে, ভ্যাকসিন উৎপাদনকারীদের থেকে সরাসরি ভ্যাকসিন কিনতে পারবে সব রাজ্য৷ তবে ভ্যাকসিনের দামে বৈষম্যের প্রতিবাদে ফের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তিনি দাবি করেন, প্রত্যেক ভারতীয়ের বিনামূল্যে ঙভ্যাকসিন পাওয়া উচিত৷ তার খরচ কেন্দ্র বা রাজ্য যেই বহন করুক না কেন৷ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ভ্যাকসিন কিনতে ১০০ কোটি টাকার তহবিল তৈরি রেখেছে রাজ্য সরকার৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Vaccine Politics in Bengal: 'বিহারের মতো বাংলাতেও ভাঁওতা', বিজেপি-র ফ্রি ভ্যাকসিন প্রতিশ্রুতিকে কটাক্ষ ডেরেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল