TRENDING:

কালোবাজারির রমরমা! অক্সিজেন সিলিন্ডারের বদলে ১০ হাজার টাকায় বিকচ্ছে অগ্নিনির্বাপক যন্ত্র

Last Updated:

অভিযোগ, ১০ হাজার টাকায় অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র (fire extinguisher) বেচছিল তারা । তাদের কাছে থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুক ফাটা কান্না আর আর্তনাদে ভারী হয়ে উঠছে দেশের বাতাস । এই ভারতকে আমরা চিনি না । এই মৃত্যু স্তূপকে আমরা চাইনি । হৃদয় বিদারক এক একেকটা ছবি যেন বুকের ভিতর থেকে শেষ অশ্রুবিন্দুটুকুও নিগড়ে নিচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল করছে ভারত । চারিদিকে শুধুই হাহাকার, স্বজন হারানোর যন্ত্রণা । ভেঙে পড়া স্বাস্থ্য পরিকাঠামোর ছবিই জ্বলজ্বল করছে চারিদিকে । একটু শ্বাসবায়ুর জন্য আর্তি । যেন চোখে দেখা যায় না এ দৃশ্য । হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত ভ্যাক্সিন নেই, অক্সিজেনের অভাবে ছটফট করছেন সাধারণ মানুষ । শ্মশানে নিভছে না চিতার আগুন, জায়গা নেই কবরস্থানেও । দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ।
প্রতীকী চিত্র ।
প্রতীকী চিত্র ।
advertisement

আর এই পরিস্থিতির মধ্যেও বিপুল হারে রমরমিয়ে কালোবাজারি চালাচ্ছে এক শ্রেণীর মানুষ । কখনও অক্সিজেন ব্ল্যাক হচ্ছে, কখনও আবার হাসপাতাল বেড নিয়ে চলছে নোংরামি, কখনও অ্যাম্বুলেন্সের বিপুল দর হাঁকছে । দিল্লিতে এ বার ধরা পড়ল ২ জন । অভিযোগ, ১০ হাজার টাকায় অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র (fire extinguisher) বেচছিল তারা । দ্বারকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছে থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

DCP (Dwarka) সন্তোষ কুমার মেনন জানান, গ্রেফতার হওয়া দু’জনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২) । পুলিশের কাছে গীতা আরোরা নামের এক মহিলা প্রথম অভিযোগ দায়ের করেছিলেন । তাঁর এক আত্মীয় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । কিন্তু হাসপাতালে বেড না থাকায় ওই মহিলা অক্সিজেন সিলিন্ডার কিনতে যান ওই দুই অভিযুক্তের কাছ থেকে । ওই দু’জন অক্সিজেনের বদলে করোনা রোগীর পরিবারকে ১০ হাজার টাকার বিনিময়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করে । অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয় ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কালোবাজারির রমরমা! অক্সিজেন সিলিন্ডারের বদলে ১০ হাজার টাকায় বিকচ্ছে অগ্নিনির্বাপক যন্ত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল