আর এই পরিস্থিতির মধ্যেও বিপুল হারে রমরমিয়ে কালোবাজারি চালাচ্ছে এক শ্রেণীর মানুষ । কখনও অক্সিজেন ব্ল্যাক হচ্ছে, কখনও আবার হাসপাতাল বেড নিয়ে চলছে নোংরামি, কখনও অ্যাম্বুলেন্সের বিপুল দর হাঁকছে । দিল্লিতে এ বার ধরা পড়ল ২ জন । অভিযোগ, ১০ হাজার টাকায় অক্সিজেন সিলিন্ডারের নামে অগ্নিনির্বাপক যন্ত্র (fire extinguisher) বেচছিল তারা । দ্বারকা থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছে থেকে ৫টি অগ্নিনির্বাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে ।
advertisement
DCP (Dwarka) সন্তোষ কুমার মেনন জানান, গ্রেফতার হওয়া দু’জনের নাম অশুতোষ চৌহান (১৯) এবং আয়ূষ কুমার (২২) । পুলিশের কাছে গীতা আরোরা নামের এক মহিলা প্রথম অভিযোগ দায়ের করেছিলেন । তাঁর এক আত্মীয় শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন । কিন্তু হাসপাতালে বেড না থাকায় ওই মহিলা অক্সিজেন সিলিন্ডার কিনতে যান ওই দুই অভিযুক্তের কাছ থেকে । ওই দু’জন অক্সিজেনের বদলে করোনা রোগীর পরিবারকে ১০ হাজার টাকার বিনিময়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিক্রি করে । অভিযোগ পেয়ে তাদের গ্রেফতার করা হয় ।