হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin Police station)) থানায় কর্মরত দিল্লি পুলিশের ASI রাকেশ কুমার ইতিমধ্যেই নিজে হাতে পুড়িয়েছেন ৫০ জনের বেশি করোনায় মৃতের দেহ৷ ১৩ এপ্রিল থেকে এপর্যন্ত তিনি ১১০০ জন মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ এই সব মানুষের প্রিয়জনের সৎকারে এগিয়ে এসেছেন রাকেশ কুমার৷ দিন রাত নিজের জীবন হাতের মুঠোয় করে কাজ করে চলেছেন তিনি৷
advertisement
আরও পড়ুন COVID19 India: ভারতে করোনা আটকাতে টিকাকরণের আরও জোর দিতে হবে, জানাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞ ডাঃ ফাউচি
"আমি এখনও পর্যন্ত ১১০০জনের পাশে দাঁড়াতে পেরেছি৷" কিছুটা গর্বের সঙ্গেই বলছেন নয়াদিল্লির ASI৷ নিজে দুটি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন৷ সেই ভরসাতেই করোনা লড়াইয়ে নেমেছেন তিনি৷ কারণ তিনি বিশ্বাস করেন, যাঁরা অন্যদের দুর্দিনে তাঁদের সাহায্য করলে ঈশ্বরও মঙ্গল করবে৷
তিন সন্তানের বাবা রাকেশ৷ বয়স ৫৬৷ মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এর মধ্যে৷ তবে সেই বিয়ের দিন তিনি পিছিয়ে দিয়েছেন৷ কারণ এই সময় কোনও রকম উৎসব-উদযাপন করা সম্ভব নয়৷ মেয়ের বিয়ে পিছিয়ে এখন হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাকেশ কুমার৷
দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ৷ শুক্রবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি পেরিয়ে গিয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮২ ৷ মৃত্যু হয়েছে ৩৯২০ জনের ৷ বুধবার দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪,১২,২৬২ ৷ মৃত্যু হয়েছিল ৩৯৮০ জনের ৷