TRENDING:

COVID19 India: একা হাতে পুড়িয়েছেন ৫০শের বেশি করোনায় মৃতের দেহ!দিল্লির ASI রাকেশের অভিজ্ঞতা গায়ে কাঁটা দেবে, রইল ভিডিও

Last Updated:

হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin Police station)) থানায় কর্মরত দিল্লি পুলিশের ASI রাকেশ কুমার ইতিমধ্যেই নিজে হাতে পুড়িয়েছেন ৫০ জনের বেশি করোনায় মৃতের দেহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনার দ্বিতীয় (Coronavirus Second Wave) ঢেউতে নাজেহাল সাধারণ মানুষ৷ মৃত্যু (Death in Corona) মিছিলে পড়েছে হাহাকার৷ প্রতিদিনই খারাপ খবরে অভ্যস্ত হয়ে যাচ্ছেন মানুষজন৷ দেশের মধ্যে মুম্বই এবং নয়াদিল্লির অবস্থা খুবই শোচনীয়৷ স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন৷ তার মধ্যেই স্বাস্থ্যকর্মী, চিকিৎস, নার্স থেকে শুরু পুলিশকর্মীরা তাঁদের দায়িত্ব সামলে চলেছেন৷ এবার করোনায় মৃতদের সৎকারের কাজে হাত লাগাল দিল্লি পুলিশ (Delhi Police)৷ দিল্লি পুলিশের সাব-ইন্সপেকটর (Delhi Police ASI Rakesh Kumar) রাকেশ কুমারের অভিজ্ঞতা রীতিমতো চমকে ওঠার মতো৷
Delhi Police assistant sub-inspector Rakesh Kumar
Delhi Police assistant sub-inspector Rakesh Kumar
advertisement

হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin Police station)) থানায় কর্মরত দিল্লি পুলিশের ASI রাকেশ কুমার ইতিমধ্যেই নিজে হাতে পুড়িয়েছেন ৫০ জনের বেশি করোনায় মৃতের দেহ৷ ১৩ এপ্রিল থেকে এপর্যন্ত তিনি ১১০০ জন মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ এই সব মানুষের প্রিয়জনের সৎকারে এগিয়ে এসেছেন রাকেশ কুমার৷ দিন রাত নিজের জীবন হাতের মুঠোয় করে কাজ করে চলেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন COVID19 India: ভারতে করোনা আটকাতে টিকাকরণের আরও জোর দিতে হবে, জানাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞ ডাঃ ফাউচি

"আমি এখনও পর্যন্ত ১১০০জনের পাশে দাঁড়াতে পেরেছি৷" কিছুটা গর্বের সঙ্গেই বলছেন নয়াদিল্লির ASI৷ নিজে দুটি ভ্যাকসিনের ডোজ পেয়েছেন৷ সেই ভরসাতেই করোনা লড়াইয়ে নেমেছেন তিনি৷ কারণ তিনি বিশ্বাস করেন, যাঁরা অন্যদের দুর্দিনে তাঁদের সাহায্য করলে ঈশ্বরও মঙ্গল করবে৷

advertisement

advertisement

তিন সন্তানের বাবা রাকেশ৷ বয়স ৫৬৷ মেয়ের বিয়ে ঠিক হয়েছিল এর মধ্যে৷ তবে সেই বিয়ের দিন তিনি পিছিয়ে দিয়েছেন৷ কারণ এই সময় কোনও রকম উৎসব-উদযাপন করা সম্ভব নয়৷ মেয়ের বিয়ে পিছিয়ে এখন হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাকেশ কুমার৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে ৷ শুক্রবার নিয়ে লাগাতার দ্বিতীয় দিন করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের বেশি পেরিয়ে গিয়েছে ৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৪ হাজার ১৮২ ৷ মৃত্যু হয়েছে ৩৯২০ জনের ৷ বুধবার দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪,১২,২৬২ ৷ মৃত্যু হয়েছিল ৩৯৮০ জনের ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID19 India: একা হাতে পুড়িয়েছেন ৫০শের বেশি করোনায় মৃতের দেহ!দিল্লির ASI রাকেশের অভিজ্ঞতা গায়ে কাঁটা দেবে, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল