২২ মার্চ, রবিবার আপামর দেশবাসীকে জনতা কার্ফু পালন করার অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই মতো আজ সকাল থেকেই গোটা দেশের ছবিটা ছিল প্রায় একইরকম । রাস্তাঘাট শুনসান, দেখা নেই যাানবাহন বা মানুষের । করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে জনতা কার্ফুতে সামিল হয়েছিলেন দেশের কোটি কোটি নাগরিক। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কথা মতোই রবিবার বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে যায় কাঁসর, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি । যাঁরা দেশের এই বিপদের সময় অক্লান্ত পরিশ্রমে মানুষকে জরুরি পরিষেবা দিয়ে চলেছেন, থালা বাসন বাজিয়ে দেশের সেই সমস্ত নাগরিকদের উৎসাহ দিতে উদ্যোগী হন সকলেই ।
advertisement
রবিবার ঠিক বিকেল ৫টা বাজতেই গোটা দেশ মেতে ওঠে কর্তব্যরত মানুষদের উৎসাহিত করার আনন্দযজ্ঞে । দীপবীরও বাদ যাননি । ব্যান্ডে বন্দেমাতরম-এর সুর তুলে বুঝিয়ে দেন করোনা ভাইরাাসের বিরুদ্ধে এই যুদ্ধে দেশবাসীর সঙ্গেই রয়েছেন তাঁরা ।