TRENDING:

Covishield Second Dose: ৮৪ দিনের আগেই মিলবে কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ! কারা পাবেন, জানালো কেন্দ্র

Last Updated:

যাঁরা ৮৪ দিনের আগেই কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ (Covishield Second Dose) পাওয়ার আবেদন জানাবেন, তা যথার্থ কি না তা খতিয়ে দেখার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গেলে অন্তত ৮৪ দিন অপেক্ষা করতে হবে৷ বর্তমানে এমনই নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু বিশেষ কয়েকটি ক্ষেত্রে ৮৪ দিনের তফাৎ হওয়ার আগেই কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ দেওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় সরকার নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেল৷ তবে কারা কারা ৮৪ দিনের আগেই ভ্যাকসিন পাওয়ার যোগ্য, সরকারি নির্দেশিকায় তা স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে৷
advertisement

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, টোকিও অলিম্পিক্সের জন্য ভারতীয় প্রতিনিধি দলের যাঁরা সদস্য, সেই ক্রীড়াবিদ এবং প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত সদস্যরা ৮৪ দিনের ফারাক না হলেও এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাবেন৷ এ ছাড়াও পড়াশোনার প্রয়োজনে বিদেশে যাওয়া প্রয়োজন, এমন ছাত্রছাত্রীদেরও এই সুযোগ দেওয়া হবে৷ পাশাপাশি চাকরির জন্য বিদেশে যাওয়া প্রয়োজন, এমন ব্যক্তিদেরও ৮৪ দিনের আগেই কোভিশিল্ড- এর দ্বিতীয় ডোজ দেওয়া হবে৷

advertisement

তবে যাঁরা ৮৪ দিনের আগেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়ার আবেদন জানাবেন, তা যথার্থ কি না তা খতিয়ে দেখার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ আরও বলা হয়েছে, কোনও ভাবেই প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে অন্তত ২৮ দিনের ফারাক থাকতে হবে৷ খুব শিগগিরই কো- উইন পোর্টালের মাধ্যমেও এই ধরনের বিশেষ আবেদন করা যাবে বলে জানানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে কোভিশিল্ড ভ্যাকসিনের দু'টি ডোজের মধ্যে অন্তত ১২ থেকে ১৬ সপ্তাহের ফারাক রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ কোভ্যাক্সিন-এর ক্ষেত্রে দু'টি ডোজের মধ্যে ৪ থেকে ৬ সপ্তাহের ফারাক রাখতে বলা হয়েছে৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covishield Second Dose: ৮৪ দিনের আগেই মিলবে কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ! কারা পাবেন, জানালো কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল