শ্বশুরের চিকিৎসা করাতে সিআইটি রোডের নার্সিংহোমে বিল হয়েছিল ৩ লক্ষ ১১ হাজার টাকা। শাশুড়ির চিকিৎসার বিল হয় ৫ লক্ষ ৭৩ হাজার টাকা। আর স্বামীর চিকিৎসার বিল হয় ৫ লক্ষ ৩০ হাজার টাকা। একদিকে পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা অবস্থা, অন্যদিকে, বিপুল চিকিৎসার খরচে সর্বস্বান্ত। পথে বসা ছাড়া প্রায় কোন উপায় ছিল না। বর্তমানে চার বছরের সন্তানকে নিয়ে আত্মীয়-স্বজনদের অর্থনৈতিক সাহায্যে দিন কাটছে তাঁর।
advertisement
এক সহৃদয় আত্মীয় মধুমিতা বাগচীর হয়ে এই বিপুল পরিমাণে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ জানান রাজ্য স্বাস্থ্য কমিশনে। সোমবার স্বাস্থ্য কমিশন সমস্ত বিল খতিয়ে দেখে রাজারহাটের লোটাস নার্সিংহোমকে চার লক্ষ ৩৩ হাজার টাকা মধুমিতা বাগচীকে ফেরত দেওয়ার নির্দেশ দেয়। রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, "অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। গোটা পরিবারকে হারিয়ে অসহায় অবস্থা পুত্রবধূর। আমরা লোটাস হাসপাতালের সমস্ত বিল খতিয়ে দেখেছি। শাশুড়ি এবং স্বামীর চিকিৎসার ক্ষেত্রে অক্সিজেন ব্যবহার-সহ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর বেশি বিল নেওয়া হয়েছে। আমরা ৪ লক্ষ ৩৩ হাজার টাকা মৃতের পরিবারকে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছি।"
ABHIJIT CHANDA
